ভালবাসা
তোমাকে খুব বেশি মিস করছি আজকাল। সকালে অফিসে যাওয়ার সময় কেউ হাত নেড়ে বলে না, তাড়াতাড়ি এসো। বার বার ফোনে শুনতে পাই না, কখন আসবা। বাসায় আসার পর কেউ দৌড়ে এসে দরজা খুলে দেয় না৷ রাতে মুভি দেখার জন্য কেউ বায়না করে না। কেউ বলে না, তোমার কি খিদা লেগেছ...