Articles by "Knowledge"

 

জানাজার নামাজ ফরজে কিফায়া। এ নামাজ মুসল্লিদের জন্য সওয়াব বর্ধন এবং মৃত ব্যক্তির জন্য ক্ষমার সুপারিশ। জানাজায় লোক সংখ্যা বেশি হওয়া মুস্তাহাব এবং মুসল্লি সংখ্যা যত বাড়তে ততই ভালো। তবে কাতার বেজোড় হওয়া উত্তম। জানাজার নামাজ মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া ও ইস্তেগফার। জানাজার নামাজ পড়ার নিয়ম, রীতি ও দোয়াগুলো তুলে ধরা হলো-

১. জানাজার নামাজে ইমাম মৃতের বুক বরাবর দাঁড়াবে। (বুখারি, হাদিস: ১২৪৬)

২. ইমামের পেছনে মুক্তাদিদের কাতার হবে। (ইবনে হিব্বান, হাদিস : ৩১০২)

৩. সবাই আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ের নিয়ত করবে। (বুখারি, হাদিস: ১)

৪. নিয়ত : মনে মনে নিয়ত করা ফরজ। মুখে পড়া ফরজ নয়। তাই মনে মনে শুধু এতটুকু নিয়ত করলেই হবে যে-

‘জানাজার নামাজ ফরজে কেফায়াহ, চার তাকবিরের সহিত এই ইমামের পেছনে আদায় করছি। নামাজ আল্লাহর জন্য দোয়া মাইয়্যেতের জন্য।

৫. এরপর তাকবিরে তাহরিমা (اَللهُ اَكْبَر) বলবে এবং কান পর্যন্ত হাত ওঠাবে।

৬.  এরপর ছানা পড়বে-

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ-

উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।


অর্থ : হে আল্লাহ! সকল প্রশংসা আপনার। আপনি সব ধরনের ত্রুটি-বিচ্যুতি হতে পবিত্র। আপনার নাম মঙ্গল ও বরকতপূর্ণ, আপনার মহত্ত্ব অতি বিরাট, আপনার প্রশংসা অতি মহত্ত্বপূর্ণ এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্রভু নেই।

৭. এরপর (দ্বিতীয়) তাকবির বলে দরুদ পাঠ করবে। এই তাকবিরে হাত ওঠাবে না–

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ।

উচ্চারণ : আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা বা-রাকতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।


অর্থ : হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ কর, যেভাবে ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ করেছিলে। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত। হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান কর, যেভাবে ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করেছিলে। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত।’ (নাসাঈ ১২৯১)

৮. তারপর তৃতীয় তাকবির বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে। তখনো হাত ওঠাবে না।

৯. তারপর চতুর্থ তাকবির বলবে। তখনো হাত ওঠাবে না। (দারাকুতনী ১৮৫৩, ইবনে আবি শায়বা  ৩/২৯৫)।

১০. এরপর ডান ও বাম দিকে সালাম ফেরাবে। (সুনানে কুবরা ৭২৩৮)

১১. ইমাম তাকবির উচ্চ স্বরে বলবে এবং বাকি দোয়া-দরুদ অনুচ্চ স্বরে পড়বে। মুক্তাদিরা সবই অনুচ্চ স্বরে তাকবির ও দোয়া-দরুদ পড়বে। (আবু দাউদ ২৭৮৪, সুনানে কুবরা ৭৪৩৩)


১২. মৃত ব্যক্তি যদি বালেগ পুরুষ বা নারী হয় তবে এই দোয়া পড়া—

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া ছগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উংছানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আঝরাহু ওয়া লা তুদিল্লানা বাদাহু।’


অর্থ : হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং গায়েবদের, ছোট ও বড়দের এবং আমাদের নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যু দান করবেন তাকে ইমানের সাঙ্গেই মৃত্যু দিন। হে আল্লাহ! এর সাওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এর পর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।’ (আবু দাউদ ৩২০১, তিরমিজি ১০২৪)

মৃত যদি ছেলে শিশু হয় তবে এই দোয়া পড়া-

اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًاً , وَّاجْعَلْهُ لَنَا أَجْرًا وَّذُخْرًا , اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا شَفِيْعًا وَّمُشَفَّعًا

উচ্চারণ : আল্লাহুম্মাজআলহু লানা ফারাতঁও ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহু লানা শা-ফিআও ওয়া মুশাফ্ফাআ।


অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

আর মেয়েশিশু হলে এই দোয়া পড়া-

اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًاً , وَّاجْعَلْهَا لَنَا أَجْرًا وَّذُخْرًا , اَللَّهُمَّ اجْعَلْهَا لَنَا شَفِيْعَةً وَّمُشَفَّعَة

উচ্চারণ : আল্লাহুম্মাজআলহা লানা ফারাতঁও ওয়াজআলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহা লানা শা-ফিআতাঁও ওয়া মুশাফ্ফাআহ।


অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

শিশুদের জন্য দোয়া

اللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

উচ্চারণ
 : ‘আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি এ ছেলেটিকে কবর আজাব থেকে রক্ষা করো।’ (মিশকাত ১৬৮৯)

اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سلفا وفرطا وذخرا وَأَجرا

উচ্চারণ
 :আল্ল-হুম্মাজআলহু লানা সালাফান ওয়া ফারাত্বান ওয়া যুখরান ওয়া আজরান’

অর্থ : ‘হে আল্লাহ! এ ছেলেটিকে (কেয়ামতের দিন) আমাদের অগ্রবর্তী ব্যবস্থাপক, রক্ষিত ভান্ডার ও সওয়াবের কারণ বানাও)।’ (মিশকাত ১৬৯০)

দোয়া দুইটি কারো জানা না থাকলে-

اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَات

উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিলমু'মিনিনা ওয়াল মু'মিনাত।


অর্থ : হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।

১৩. চতুর্থ তাকবিরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। প্রথম তাকবির ছাড়া হাত না ওঠানো। নামাজিদের কাতার তিন, পাঁচ, সাত এভাবে বেজোড় হওয়া।

(সুনানে কুবরা, হাদিস: ৭২৩৮, দারাকুতনী, হাদিস: ১৮৫৩)

 

আল্লাহর ৯৯টি নাম (উচ্চারণ ও অর্থসহ)

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালার নিরানব্বইটি নাম রয়েছে। একশো থেকে একটি কম। যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাহতে যাবে। [বুখারি : ৮৯৪, মুসলিম : ৬৪৭৬, তিরমজি : ৫১৩৮]।
 
আসমা উল হুসনা - Al Asma Ul Husna


মহান প্রভুর সর্বশ্রেষ্ঠ নাম ‘আল্লাহ’। তার আরও ৯৮টি গুণবাচক নাম রয়েছে। যে কোনো গুণবাচক নাম দিয়েই আল্লাহর কথা বলা হোক না কেন, সব নাম দ্বারা আল্লাহকেই ইঙ্গিত করা হয়। আল্লাহ্ তায়ালা বলেন, ‘তিনিই আল্লাহ্, যিনি ছাড়া আর কোনো প্রভু নেই। দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব ব্যাপারে যিনি সম্যক অবগত। তিনি সবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল। তিনিই আল্লাহ্, যিনি সবকিছুর অধিপতি, পুতঃপবিত্র, সবকিছুর ঊর্ধ্বে, নিরাপত্তা প্রদানকারী, অভিভাবক, সর্বশক্তিমান, সমু”চ, গৌরবান্বিত, সকল প্রশংসা তাঁর জন্য, তারা তাঁর সাথে যা কিছু শরিক করে সেগুলা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তিনি আল্লাহ্, যিনি শূন্য থেকে সৃষ্টি শুরু করেছেন, সবকিছু তৈরি করেছেন, আকৃতি দিয়েছেন। সবচাইতে ভালো নামগুলো তাঁর জন্যই প্রযোজ্য। মহাকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর মহত্ত্ব বর্ণনা করে, এবং তিনিই সর্বশক্তিমান, সর্বজ্ঞ।’
 

আল্লাহর ৯৯টি নাম অর্থসহ তুলে ধরা হলো।


১. الله (আল্লাহ)। অর্থ : আল্লাহ, প্রভু।
২. الرَّحْمَنُ (আর-রহমান)। অর্থ : সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়।
৩. الرَّحِيمُ (আর-রহিম)। অর্থ : সবচাইতে ক্ষমাশীল।
৪. الْمَلِكُ (আল-মালিক)। অর্থ : অধিপতি।
৫. الْقُدُّوسُ (আল-ক্বুদ্দুস)। অর্থ : পূতপবিত্র, নিখুঁত।
৬. السَّلَامُ (আস-সালাম)। অর্থ : শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা।
৭. الْمُؤْمِنُ (আল-মুমিন)। অর্থ : জামিনদার, সত্য ঘোষণাকারী।
৮. الْمُهَيْمِنُ (আল-মুহাইমিন)। অর্থ : অভিভাবক, প্রতিপালক।
৯. الْعَزِيزُ (আল-আযিয)। অর্থ : সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত।
১০. الْجَبَّارُ (আল-জাব্বার)। অর্থ : দুর্নিবার, সমু”চ, মহিমান্বিত।
১১. الْخَالِقُ (আল-খলিক)। অর্থ : সৃষ্টিকর্তা।
১২. الْبَارِئُ (আল-বারি)। অর্থ : বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী।
১৩. الْمُصَوِّرُ (আল-মুসাউয়ির)। অর্থ : আকৃতিদানকারী।
১৪. الْغَفَّارُ (আল-গাফফার)। অর্থ: পুনঃমার্জনাকারী।
১৫. الْقَهَّارُ (আল-কাহ্হার)। অর্থ : দমনকারী।
১৬. الْوَهَّابُ (আল-ওয়াহ্হাব)। অর্থ : ¯’াপনকারী।
১৭. الرَّزَّاقُ (আর-রজ্জাক।। অর্থ : রিজিকদাতা।
১৮. الْفَتَّاحُ (আল-ফাত্তাহ)। অর্থ : প্রারম্ভকারী, বিজয়দানকারী।
১৯. الْعَلِيمُ (আল-আলীম)। অর্থ : সর্বজ্ঞানী, সর্বদর্শী।
২০. الْقَابِضُ (আল-কাবিদ)। অর্থ : নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী।
২১. الْبَاسِطُ (আল-বাসিত)। অর্থ : প্রসারণকারী।
২২. الْخَافِضُ (আল-খাফিদ)। অর্থ : (অবিশ্বাসীদের) অপমানকারী।
২৩. الرَّافِعُ (আর-রাফি)। অর্থ : উন্নীতকারী।
২৪. الْمُعِزُّ (আল-মুয়িজ্জিব)। অর্থ : সম্মানপ্রদানকারী।
২৫. الْمُذِلُّ (আল-মুঝিল্ল)। অর্থ : সম্মানহরণকারী।
২৬. السَّمِيعُ (আস-সামীয়ু)। অর্থ : সর্বশ্রোতা।
২৭. الْبَصِيرُ (আল-বাসির)। অর্থ : সর্বদ্রষ্টা।
২৮. الْحَكَمُ (আল-হাকাম)। অর্থ : বিচারপতি।
২৯. الْعَدْلُ (আল-আদল)। অর্থ : নিখুঁত।
৩০. اللَّطِيفُ (আল-লাতিফ)। অর্থ : অমায়িক।
৩১. الْخَبِيرُ (আল-খবির)। অর্থ : সম্যক অবগত।
৩২. الْحَلِيمُ (আল-হালিম)। অর্থ : ধৈর্যবান, প্রশ্রয়দাতা।
৩৩. الْعَظِيمُ (আল-আযিম)। অর্থ : সুমহান।
৩৪. الْغَفُورُ (আল-গফুর)। অর্থ : মার্জনাকারী।
৩৫. الشَّكُورُ (আশ-শাকুর)। অর্থ : সুবিবেচক।
৩৬. الْعَلِيُّ (আল-আলিই)। অর্থ : মহীয়ান।
৩৭. الْكَبِيرُ (আল-কাবীর)। অর্থ : সুমহান।
৩৮. الْحَفِيظُ (আল-হাফিজ)। অর্থ : সংরক্ষণকারী।
৩৯. الْمُقِيتُ (আল-মুকিত)। অর্থ : লালনপালনকারী।
৪০. الْحَسِيبُ (আল-হাসিব)। অর্থ : মীমাংসাকারী।
৪১. الْجَلِيلُ (আল-জালিল)। অর্থ : গৌরবান্বিত।
৪২. الْكَرِيمُ (আল-কারিম)। অর্থ : উদার, অকৃপণ।
৪৩. الرَّقِيبُ (আর-রকিব)। অর্থ : সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী।
৪৪. الْمُجِيبُ (আল-মুজীব)। অর্থ : সাড়া দানকারী, উত্তরদাতা।
৪৫. الْوَاسِعُ (আল-ওয়াসি)। অর্থ : অসীম, সর্বত্র বিরাজমান।
৪৬. الْحَكِيمُ (আল-হাকিম)। অর্থ : সুবিজ্ঞ, সুদক্ষ।
৪৭. الْوَدُودُ (আল-ওয়াদুদ)। অর্থ : স্নেহশীল।
৪৮. الْمَجِيدُ (আল-মাজিদ)। অর্থ : মহিমান্বিত।
৪৯. الْبَاعِثُ (আল-বাঈস)। অর্থ : পুনরুত্থানকারী।
৫০. الشَّهِيدُ (আশ-শাহীদ)। অর্থ : সাক্ষ্যদানকারী।
৫১. الْحَقُّ (আল-হক)। অর্থ : প্রকৃত সত্য।
৫২. الْوَكِيلُ (আল-ওয়াকিল)। অর্থ : সহায় প্রদানকারী, আ¯’াভাজন, উকিল।
৫৩. الْقَوِيُّ (আল-কুওয়াত)। অর্থ : ক্ষমতাশালী।
৫৪. الْمَتِينُ (আল মাতীন সুদৃঢ়, সু¯ি’র।
৫৫. الْوَلِيُّ (আল-ওয়ালিই)। অর্থ : বন্ধু, সাহায্যকারী, শুভাকাক্সক্ষী।
৫৬. الْحَمِيدُ (আল-হামিদ)। অর্থ : সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়।
৫৭. الْمُحْصِي (আল-মুহসি)। অর্থ : বর্ণনাকারী, গণনাকারী।
৫৮. الْمُبْدِئُ (আল-মুব্দি)। অর্থ : অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা।
৫৯. الْمُعِيدُ (আল-মুঈদ)। অর্থ : পুন:প্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি।
৬০. الْمُحْيِي (আল-মুহিই)। অর্থ : জীবনদানকারী।
৬১. الْمُمِيتُ (আল-মুমীত)। অর্থ : ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী।
৬২. الْحَيُّ (আল-হাইই)। অর্থ : চিরঞ্জীব, যার কোনো শেষ নাই।
৬৩. الْقَيُّومُ (আল-কাইয়ুম)। অর্থ : অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী।
৬৪. الْوَاجِدُ (আল-ওয়াজিদ)। অর্থ : পর্যবেক্ষক, চির¯’ায়ী।
৬৫. الْمَاجِدُ (আল-মাজিদ)। অর্থ : সুপ্রসিদ্ধ।
৬৬. الْوَاحِدُ (আল-ওয়াহিদ) ।অর্থ : এক, অনন্য, অদ্বিতীয়।
৬৭. الصَّمَدُ (আস-সমাদ)। অর্থ : চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ।
৬৮. الْقَادِرُ (আল-কাদির)। অর্থ : সর্বশক্তিমান।
৬৯. الْمُقْتَدِرُ (আল-মুকতাদির)। অর্থ : প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী।
৭০. الْمُقَدِّمُ (আল-মুকাদ্দিম)। অর্থ : অগ্রগতিতে সহায়তা প্রদানকারী।
৭১. الْمُؤَخِّرُ (আল-মুআক্ষির)। অর্থ : বিলম্বকারী।
৭২. الْأَوَّلُ (আল-আউয়াল)। অর্থ : সর্বপ্রথম, যার কোনো শুরু নাই।
৭৩ الْآخِرُ (আল-আখির)। অর্থ : সর্বশেষ, যার কোনো শেষ নাই।
৭৪. الظَّاهِرُ (আজ-জাহির)। অর্থ : সুস্পষ্ট, সুপ্রতীয়মান।
৭৫. الْبَاطِنُ (আল-বাতিন)। অর্থ : লুকায়িত, অস্পষ্ট, অন্তর¯’ (যা কিছু দেখা যায় না)।
৭৬. الْوَالِيَ (আল-ওয়ালি)। অর্থ : সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু।
৭৭. الْمُتَعَالِي (আল-মুতাআলী)। অর্থ : সর্বো”চ মহিমান্বিত, সুউ”চ।
৭৮. الْبَرُّ (আল-র্বার)। অর্থ : কল্যাণকারী।
৭৯. التَّوَّابُ (আত-তাওয়াব)। অর্থ : বিনম্র, সর্বদা আবর্তিতমান।
৮০. الْمُنْتَقِمُ (আল-মুন্তাকিম)। অর্থ : প্রতিফল প্রদানকারী।
৮১. الْعَفُوُّ (আল-আফুউ)। অর্থ : শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী।
৮২. الرَّءُوفُ (আর-রওফ)। অর্থ : সদয়, সমবেদনা প্রকাশকারী।
৮৩. مَالِكُ الْمُلْكِ (মালিকুল মুলক)। অর্থ : সার্বভৌম ক্ষমতার অধিকারী।
৮৪. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (জুল-জালালি ওয়াল ইকরাম)। অর্থ : মর্যাদা ও ঔদার্যের প্রভু।
৮৫. الْمُقْسِطُ (আল-মুকসিত)। ন্যায়পরায়ণ, প্রতিদানকারী।
৮৬. الْجَامِعُ (আল-জামি)। অর্থ : একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী।
৮৭. الْغَنِيُّ (আল-গানিই)। অর্থ : ঐশ্বর্যবান, স্বতন্ত্র।
৮৮. الْمُغْنِي (আল-মুগনি)। অর্থ : সমৃদ্ধকারী, উদ্ধারকারী।
৮৯. الْمَانِعُ (আল-মানি)। অর্থ : প্রতিরোধকারী, রক্ষাকর্তা।
৯০. الضَّارُّ (আদ-র্দারু)। অর্থ : যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী।
৯১. النَّافِعُ (আন-নাফি)। অর্থ : অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী।
৯২. النُّورُ (আন-নূর)। অর্থ : আলোক।
৯৩. الْهَادِي (আল-হাদী)। অর্থ : পথপ্রদর্শক।
৯৪. الْبَدِيعُ (আল-বাদী)। অর্থ : অতুলনীয়, অনিধগম্য।
৯৫. الْبَاقِي (আল-বাকী)। অর্থ : অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়।
৯৬. الْوَارِثُ (আল-ওয়ারিস)। অর্থ : সবকিছুর উত্তরাধিকারী।
৯৭. الرَّشِيدُ (আর-রশিদ)। অর্থ : সঠিক পথের নির্দেশক।
৯৮. الصَّبُورُ (আস-সবুর)। অর্থ : ধৈর্যশীল।
৯৯. الْمُتَكَبِّرُ (আল-মুতাকাব্বির)। অর্থ : সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত।

 

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

Coincidence Or Pattern? 1720 Plague, 1820 Cholera Outbreak & 1920 Bubonic Plague

PANDEMIC OUTBREAKS – Amidst the escalating outbreak of the new coronavirus from Wuhan, China, some netizens believe that plagues throughout history starting from the 1720 plague, holds a pattern.
However, did history truly repeat itself? The theory goes like this:
1720 – The Great Plague of Marseille – this was the last significant European outbreak of the bubonic plague. It killed a total of 100,000 people in the city of Marseille, France.
The Great Plague of Marseille
1820 – The First Cholera Pandemic – By 1820, cholera had spread to Thailand, Indonesia, and the Philippines. On the island of Java alone, the outbreak caused the death of 100,000 people.
The First Cholera Pandemic
1920 – The Spanish Flu – In 1918-1920, the world was faced with the influenza pandemic. It would be the first of two pandemics to involve the H1N1 influenza virus.
The Spanish Flu
The virus had a massive reach, infecting 500 million people around the world. According to Wikipedia, the death toll worldwide was up to 100 million, making it one of the deadliest in human history.
So what is going to happen in 2020? It seemed like the pattern for deadly pandemic outbreaks occurs every 100 years.
In Wuhan, China, an outbreak of a new deadly strain of coronavirus was running rampant. In a matter of days, the number of infected tripled and the death toll continued to rise.
The Novel Coronavirus or known as the Wuhan coronavirus is still being studied. Health authorities are on a race to contain the virus and ordered Wuhan to suspend all outbound public transport.
The Novel Coronavirus
What’s common between the outbreaks?
Though some of the circumstances of the outbreaks are different, one of the most common variables is how the outbreaks were spread – infected animals and bacteria.
The bubonic plague was spread by infected fleas carried by small animals. It could also be transmitted through exposure to the body fluids from a dead plague-infected animal.
The cholera outbreak was caused by the Vibrio cholerae bacteria found in somewhat salty and warm waters. Humans get infected after drinking liquids or eating foods contaminated with the bacteria.
Meanwhile, the Spanish Flu was caused by an unusually deadly strain of “avian influenza” or bird flu.
The Novel Coronavirus was also believed to have been caused by consuming an infected animal bought from a seafood market in Wuhan, China.
What’s more concerning is that the Chinese New Year holidays are about to begin. During this time, millions of Chinese travel both domestically and internationally increasing the risks of spreading the virus.
However, the World Health Organization (WHO) had yet to declare the virus as a “public health emergency of international concern”. This could merit a coordinated global response to containing the virus.

In 1720 plague, 1820 cholera outbreak, 1920 Spanish Flu, 2020 Chinese coronavirus-What is happening.


In 1720 Plague, 1820 Cholera, 1920 Spanish Flu, 2020 Chinese coronavirus. What’s happening? published in world media on January 25, 2020, February 18, 2020. It seems that once in 100 years the world is devastated by a pandemic. The last recent pandemics we can mention are the following: In the year 1720 plague, in the year 1820 cholera outbreak and the most recent pandemic was the Spanish flu of 1920. The researchers said that all of these pandemics we mentioned above have exactly the same pattern as the coronavirus outbreak in China. However, the precision with which these pandemics occur at exactly 100 years of age makes us think better about this topic. Are these pandemics somehow artificially created by a malicious organisation? In 1720 there was a deadly pandemic of bubonic plague. It started in Marseille and was later called “The Great Plague of Marseille.” The researchers estimated the number of deaths as 100,000. In 1820 the first cholera pandemic occurred, somewhere in Asia. Among the affected countries, we can list Indonesia, Thailand and the Philippines. And this pandemic has killed about the same number of people. About 100,000 officially registered deaths. The main reason for the infection is the consumption of water from lakes infested with this killer bacterium. In 1920 one of the most unrelenting pandemics occurred. This is the Spanish flu that has infected about half a billion people and killed 100 million. The Spanish flu holds the official record for the deadliest pandemic officially recorded in history. It is now 2020. At the 100th anniversary of the Spanish Influenza, humanity is facing a new potential pandemic called coronavirus. Although the Chinese authorities were reluctant to make official statements and appealed for calm, the situation deteriorated rapidly.



৮০৮ বছর পর এলো চোখ ধাঁধানো তারিখ

আজকের তারিখটার মধ্যে চোখ ধাঁধানো বিষয় লুকিয়ে আছে, খেয়াল করেছেন কি? আজকের তারিখে শুধু মাত্র দু’টি সংখ্যা। সম্পূর্ণ তারিখটি লিখতে হলে দুটি সংখ্যাই চার বার ব্যবহার করতে হবে।

২০-০২-২০২০; ‘মাস/দিন/বছর’ বা ‘দিন/মাস/বছর’—তারিখটি যেভাবেই লেখেন না কেন ‘২’ ও ‘০’ চার বার লিখতে হবে। প্যালিনড্রোম বছরে এ পদ্ধতি ছাড়া এমন তারিখ আগে এসেছিল ৮০৮ বছর আগে। সেটি ছিল- ২১-১২-১২১২। তবে গতানুগতিক হিসেবে গত এক হাজার বছরে কয়েকবার এসেছে এমন তারিখ। যেমন- ০২-০২-২০২০, ১২-১২-১২১২, ১১-১১-১১১১ ও ১০-১০-১০১০।

বলতে পারেন, এ মাসেরই আরেকটি তারিখ ‘০২-০২-২০২০’ তেও সংখ্যা দুটি চার বার করে। এ তারিখটি প্যালিনড্রোম, আজকেরটি সাধারণ। শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না। এ জাতীয় প্যালিনড্রোমের শেষ তারিখটি ছিল ১১-১১-১১১১; প্রায় ৯০০ বছর আগে। কিন্তু আজকের তারিখটি সাধারণ।

সাধারণ সংখ্যার মধ্যে এমন চোখ ধাঁধানো তারিখ খুব কমই আসে। আপনি জীবনে অনেক জায়গা খাওয়া-দাওয়া সব টাকা-পয়সা বারবার ঘুরে ফিরে আসবে। কিন্তু এমন তারিখ হয়তো আর কখনো ঘুরে আসবে না। এ দিনটি আপনার জীবনে হয়ে থাকুক অবিস্মরণীয়।

#webbourn #sisangram #mashikbazaar #digitalbangladesh #informationtechnology #specialdate #20022020 

কিভাবে প্রতিরোধ করবেন করোনা ভাইরাস




করোনা ভাইরাস, সম্প্রতি চীনের উহান প্রদেশে প্রথম দেখা দেয় এই প্রাণঘাতি ভাইরাসটি। তবে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, তাইওয়ান, হংকং,মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে এই চীনা ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশের দেশ ভারতেও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে এখনো এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
করোনা ভাইরাস সাধারণত প্রাণী থেকে প্রাণীতে ছড়ায়। তবে এখন মানুষের দেহ থেকে মানুষের দেহেও ছড়াচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে এটি। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যে ‘মিউটেট করছে, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
করোনা ভাইরাসের লক্ষণ
বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচদিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।
১. করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া।
২. এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি।
৩. অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া।
৪. নিউমোনিয়া হতে পারে।


প্রতিরোধে যা করবেন
মানুষের দেহ থেকে মানুষের দেহে ছড়ায় বলে যে সকল স্থানে করোনা ভাইরাস দেখা দিয়েছে সেসব স্থান এড়িয়ে চলাই ভাল। নতুন এই ভাইরাসের কোন টিকা বা ভ্যাকসিন আবিস্কার হয়নি এখনো। ফলে  করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলতে পারেন। সমস্যা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার পরিচিত কেউ আক্রান্ত মনে হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
২. গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।
৩. প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন।
৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন।
৬. ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন।
৭. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।
৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।
৯. সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
১০. অপ্রয়োজনে ঘরের দরজাজানালা খুলে রাখবেন না।

How to Convert Presentations from PowerPoint to Google Slides



If you often use Google Slides for your presentations and you receive a PowerPoint template or presentation, you’ll need to convert it to a different format. In this tutorial, you’ll learn how to convert your presentation from PowerPoint to Google Slides step by step. 

Converting a PowerPoint Presentation into a Google Slides Presentation

  • Select the PowerPoint file and import it into your Google Drive account. To do so, click New → File upload. Then locate the file in your computer and click Open. As an alternative, you can drag the file directly to your browser.

Importing a PowerPoint file into Google Drive
Importing a PowerPoint file into Google Drive

  • Once the file has been uploaded, double-click it.

Double-clicking the file
Double-clicking the file

  • Click Open with and choose Google Slides.

Opening the file with Google Slides
Opening the file with Google Slides

  • Your PowerPoint presentation will open in Google Slides. You can edit it and use it just like any Google Slides presentation. You’ll notice that some fonts might have changed, however.
  • Even though you can work with this PowerPoint presentation as if it were a Google Slides presentation, you might want to have it as a Google Slides file. To do so, click File → Save as Google Slides. Once done, a copy of this presentation will be created.

Saving as a Google Slides presentation
Saving as a Google Slides presentation

Importing a PowerPoint Presentation into Google Slides

  • Create a new blank presentation in Google Slides.

Creating a blank presentation in Google Slides
Creating a blank presentation

  • Click File → Open. Select the .pptx file from your Google Drive account or your computer. For the latter, click the Upload tab first.

Opening a .pptx file in Google Slides
Opening a .pptx file

  • The presentation will be opened as a Google Slides presentation, not as a .pptx file.

Importing Slides from PowerPoint into Google Slides

  • Google Slides allows you to load specific slides from a different Google Slides presentation or from a PowerPoint presentation.
  • To do this, open the presentation where you want to import slides into.
  • Click File → Import slides.

Import slides option in Google Slides
Import slides option

  • A new window will open, where you’ll be able to see all the presentations available in your Google Drive account. If you want to import them from a presentation stored in your computer, click the Upload tab first.

List of presentations stored in Google Drive
List of presentations stored in Google Drive

  • Choose the presentation that contains the slides you want to import and click Select.

Uploading a presentation
Uploading a presentation

  • Select the slides you want to import. Check “Keep original theme” if you want to keep the theme of their original presentation, or uncheck it if you want them to be automatically adapted to your current presentation.

Selecting the slides to import into a Google Slides presentation
Selecting the slides to import

Importing Other File Formats into Google Slides

Perhaps you’ve used other presentation programs, such as OpenOffice Impress or Keynote. From the 2007 version on, PowerPoint is compatible with OpenOffice (.odp) files.
  • If you have an OpenOffice Impress presentation, you’ll need to convert it from .odp format into a PowerPoint file, first. To do so, click File → Save As. Select Microsoft PowerPoint 97/2000/XP. Then you just need to follow the instructions previously found in this tutorial.

Saving as a .pptx file in OpenOffice Impress
Saving as a .pptx file in OpenOffice Impress

  • If you have a Keynote presentation, you must save it as a PowerPoint file. To do so, click File → Export To → PowerPoint. Then follow the instructions previously found in this tutorial.

Exporting as a PowerPoint file in Keynote
Exporting as a PowerPoint file in Keynote

How to Convert Presentations from Google Slides to PowerPoint



PowerPoint y Google Slides are currently the most popular presentation software. Some people will prefer one to the other, and PowerPoint has been around for a longer time, but both programs have found a way to be compatible with each other’s files. In this new Slidesgo School tutorial, you’ll learn how to convert your Google Slides presentation into a PowerPoint presentation.
Content
  1. How to Export a Google Slides Presentation to PowerPoint — From Google Slides
  2. How to Export a Google Slides Presentation to PowerPoint — From Google Drive
  3. How to Adjust Your Google Slides Presentation in PowerPoint

How to Export a Google Slides Presentation to PowerPoint — From Google Slides

  • Open your presentation in Google Slides.
  • Click File → Download → Microsoft PowerPoint (.pptx).

Downloading a Google Slides presentation as a .pptx file
Downloading the presentation as a .pptx file

  • A copy of your Google Slides presentation will be saved as a .pptx file (PowerPoint file format).

Converted presentation
Converted presentation

How to Export a Google Slides Presentation to PowerPoint — From Google Drive

  • Access your Google Drive.
  • Select the presentation you want to download.

Selecting a presentation in Google Drive
Selecting a presentation

  • Right-click → Download.

Downloading a presentation from Google Drive
Downloading a presentation

  • A copy of your Google Slides presentation will be saved as a .pptx file (PowerPoint file format).

How to Adjust Your Google Slides Presentation in PowerPoint

  • Most likely, the font used in your Google Slides presentation won’t be installed in your PC. All Google Slides presentations use fonts from Google Fonts. As for our templates, you’ll find URLs to each font that we’ve used. For more information, please refer to the “How to Change, Embed or Add Fonts in PowerPoint” tutorial.

Fonts from Google Fonts
Fonts from Google Fonts

  • The color of the hyperlinks present in your Google Slides presentation could revert to PowerPoint’s default blue if that color wasn’t set in the master slides. For more information, please refer to the “How to Add or Change Themes in Google Slides” tutorial.

Setting the colors of hyperlinks in PowerPoint
Setting the colors of hyperlinks

  • If any picture or image was rotated in your Google Slides presentation, it will go back to its original position in PowerPoint, so you’ll need to re-adjust it.

Readjusting images after conversion in PowerPoint
Readjusting images after conversion


The best project managers are like axles: They smoothly link management, clients, and staff to keep projects rolling along. If you want to be the top candidate for a project manager job, make sure you can answer questions about your technical competence, business methodology, interpersonal skills, and behavior in the job interview.  

Here’s a project plan to get you ready for your next project management interview:

Technical Skills and Methodology

Your interviewer may begin by asking about your technical skills. An introductory question might be:
  • What software have you used to manage projects in the past?
That question may be followed by a more specific query:
  • If I gave you a laptop to plan your next project, what software would you want on it?
Once you’ve established your technical competence, expect questions about your methodology for handling projects, says Joseph Logan, author of Seven Simple Steps to Landing Your First Job.

Whether you’re a Project Management Professional (PMP) or not, general questions you can expect include:
  • What’s your approach to managing a project?
  • What’s your school of thought on project management? Are you an agile person?
  • How do you do your scheduling?
  • How do you allocate resources? 
  • How do you do status updates?
“They have to have a methodology,” says Donna Farrugia, executive director of The Creative Group, a recruiting firm for interactive, design and marketing professionals in Menlo Park, California. “Maybe they use software or a book, or they just have years of experience.”

If you are PMP-certified, discuss the certification process—when you earned your PMP, what the hardest part was for you, what you liked the most, etc.
 

Interpersonal Skills

Great project managers possess interpersonal skills that help teammates get along.

Questions about interpersonal skills can be general:
  • How do you handle politics?
Or specific:
  • Tell me about a time when you had two key stakeholders with opposing views. How did you manage that?
Your responses should explain how you found consensus while keeping the project focused on its original purpose, Logan says.
 

Project Sponsorship

When you’re asked how you work with project sponsors, your interviewer is looking for two things: how you elicit information from project leadership and how you define “project sponsor.”

Some candidates will say the project sponsor is the person who reviews the project; others will say it’s the person who holds the budget.

Hard-skills questions probe what specific project-management skills you can bring to the organization:
  • Are you trained in supply-chain management? 
  • Do you manage people and projects or just projects? 
  • Are you responsible for delivery and financials or just the administration of the project? Tell me about your recent project’s goals and results.
You also likely get questions about your past performance to uncover your business skills:
  • What were the challenges in your last project? 
  • When the project didn’t go well, what happened? 
  • What happens when your projects fail? 
  • How do you do contingency planning? 
  • What is your favorite way to deliver and present results? 
  • What type of closure processes have you done? 
  • Do you typically revisit projects a few months after delivery? 

Behavioral anecdotes

At the end of the interview, you might get some behavioral interview questions related to the most common issues that arise for the organization’s project managers. For example, if the job involves working with cross-cultural teams, you might be asked something like this:
  • Tell me about a time when your domestic team wanted to approach a project one way and your offshore team preferred a different approach. 
  • What was the issue, and how did you resolve it?
By preparing your answers to common project manager interview questions, you can help the hiring manager appreciate your mix of business acumen, technical competence and people skills needed to expertly manage projects.

Learn more about project management careers and find project management jobs

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget