Articles by "Entertainment"

 


বক্সিংয়ের জগতে তিনি অমর হয়ে গেছেন। খেলোয়াড়ী জীবনে দুই হাতে কামিয়েছেন। আবার উড়িয়েছেন দুই হাতে। যে কারণে ৫৮৪ মিলিয়ন বা ৫৮ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকার মালিক হয়েও তিনি একসময় দেউলিয়া হয়েছিলেন। সেই মাইক টাইসন আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তার ঘুরে দাঁড়ানোর পেছনে আছে গাঁজা চাষ! হ্যাঁ, গাঁজা চাষ করেই তিনি এখন কোটি কোটি টাকা আয় করেন।


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজা উৎপাদন ও ক্রয়-বিক্রয় বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ওই রাজ্যটিতে ২১ বছরের বেশি বয়সীদের জন্য গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়। সেখানেই টাইসন একটা গাঁজা চাষের কম্পানি খুলেছেন। যার নাম 'টাইসন র‍্যাঞ্চ।' টাইসনের ফার্মটি ১৬ হেক্টর জমির ওপর অবস্থিত। এখান থেকে তিনি প্রতিমাসে পাঁচ লাখ ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি টাকারও বেশি! 


এছাড়া ৫৪ বছর বয়সী টাইসন এবং তার বন্ধুরাই তো মাসে ৪০ হাজার ডলারের গাঁজা সেবন করেন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা! টাইসন নিজেই এই তথ্য দিয়েছেন। নিজের ফার্মে তৈরি গাঁজায় টাইসন এতটাই মুগ্ধ যে তিনি এখন নিজেকে 'সেরা গাঁজা চাষী' হিসেবে দাবি করেন। ২০১৯ সালের নভেম্বরে র‍্যাপার বি-রিয়ালের সঙ্গে এক অনুষ্ঠানে ক্যামেরার সামনেই বিশাল এক গাঁজা সেবন করেন টাইসন।


Do you watch YouTube’s videos, It might be Musics, Comedies, Movies, How to guide, reviews and lots of entertainment videos…

…but are you aware of how much data is consumed per minute, hour, day etc watching videos?
Many of us don’t know.

So Here:
We have posted the table with every quality of YouTube Video with data size that used while watching videos.

Have a look:

How Much Data YouTube Consumed:

  • Per Minute
  • Per 30 Minutes
  • Per Hour
  • Per 2 Hours
  • Per Day
Just click on the above link to directly jump on that section.

YouTube Videos Data Used Per Minute:

YouTube Video QualityData Used Per Minute
144p1.90 MB
240p2.70 MB
360p4.40 MB
480p7.70 MB
720p HD14.50 MB
1080p HD27.61 MB

How Much Data Does YouTube Use Per 30 Minutes

YouTube Video QualityData Used Per 30 Minutes
144p57 MB
240p81 MB
360p132 MB
480p231 MB
720p HD435 MB
1080p HD824 MB

How Much Data Does YouTube Use Per Hour

YouTube Video QualityData Used 1 Hour
144p114 MB
240p162 MB
360p264 MB
480p462 MB
720p HD870 MB
1080p HD1.54 GB

How Much Data Does YouTube Use 2 Hours

YouTube Video QualityData Used 2 Hours
144p228 MB
240p234 MB
360p528 MB
480p924 MB
720p HD1.62 MB
1080p HD3.08 GB

How Much Data Does YouTube Use Per Day

YouTube Video QualityData Used 24 Hour
144p3.22 GB
240p3.62 GB
360p5.9 GB
480p10.33 GB
720p HD19.45 GB
1080p HD36.96 GB

The above size of data is tested on many phones and internet connection.

Hope this was very helpful tips for you.

Don’t forget to share this How much data YouTube video Used.


বন্ধুদের আড্ডা মানেই গান, কৌতুক, হাসি-তামাশায় সময় কাটানো। কিন্তু এই আড্ডার মাঝেই যদি একটু বুদ্ধির লড়াই হয়ে যায়, তাহলে সময়টা হয়ে ওঠে আরো উপভোগ্য। তাই কিডস্পট ডটকমের সৌজন্যে জেনে নাও ১০টি মজার ধাঁধা। আর বুদ্ধির লড়াইয়ে বন্ধুদের হারিয়ে দিয়ে হয়ে ওঠো আড্ডার মধ্যমণি।

১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?
উত্তর : ঘড়ি।

২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ?
উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।

৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?
উত্তর : দস্তানা।

৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কি হবে?
উত্তর : ডিম।

৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?
উত্তর : বোতল।

৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?
উত্তর : টাওয়েল বা গামছা।

৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?
উত্তর : মানুষের বয়স।

৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?
উত্তর : তোমার নাম।

৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?
উত্তর : তোমার ছায়া।

১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?
উত্তর : চাঁদ।


এক নজরে দেখে নিন বলিউডের সেরা ১০ ধনী অভিনেতা


বর্তমানে সিনেমার বাজেট বাড়তে বাড়তে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। এতে উল্লেখ্যযোগ্য হারে আয় বাড়ছে অভিনেতা-অভিনেত্রীর। আজ জেনে নিই বলিউড অভিনেতাদের মাঝে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন কে কে।
১) শাহরুখ খান২রা নভেম্বর, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। শাহরুখ খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। শাহরুখ খান শুধু বলিউডের ধনী ব্যক্তি নয়, তিনি বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত। তিনি প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন তার পিতামহের সাথে। ৩০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে ২২৬ বার বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার মনোনীত হন এবং তাদের মধ্যে ২০৭ টিতে জয়ী হন, যার মধ্যে ২৯ টি সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান। শাহরুখের মোট সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।
(২) অমিতাভ বচ্চন১১ ই অক্টোবর, ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন অমিতাভ হারিভানশ বচ্চন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। বলিউডের এংরি ইয়ং ম্যান ও শাহানশাহ খ্যাত অমিতাভ বচ্চন তার চল্লিশ বছরের অভিনয় জীবনে ১৮০ টিরও বেশি হিন্দী সিনেমাতে অভিনয় করেছেন। বচ্চন পরিবার বলিউডের সবচেয়ে প্রভাবশালী ও ধনী পরিবারগুলোর একটি। নায়ক হিসেবে অভিনয় করে নিজেকে জনপ্রিয়তার অন্য রকম উচ্চতায় নিয়ে গিয়েছেন এ অভিনেতা, যিনি অনেকের কাছেই আদর্শ। এছাড়া রিয়েলিটি টিভি শো কৌন বানেগা ক্রোড়পতি দিয়েও তিনি এখনো দর্শক মাতিয়ে রাখছেন। অমিতাভের মোট সম্পদের পরিমাণ ৪০২ মিলিয়ন মার্কিন ডলার।
(৩) সালমান খান
১৯৬৫ সালের ২৭ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন আবদুল রশিদ সালমান খান, যিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। সালমান খান ম্যায়নে পেয়ার কিয়া সিনেমাতে অভিনয়ের জন্য সেরা নবাগত নায়ক হিসেবে ফিল্মফেয়ার এওয়ার্ড পান। সেই থেকে এখন অবধি বলিউডের তিন প্রভাবশালী খানদের একজন সালমান খান। বিগ বস অনুষ্ঠানে উপস্থাপনা করে তিনি ব্যপক জনপ্রিয়তা পান। আর হাম আপকে হ্যায় কৌন, এক থা টাইগার, দাবাং ২ ইত্যাদি ব্লবাস্টার সিনেমা দিয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য রকম জনপ্রিয়তায়। তার অভিনীত ৮ টি ছবি ১০০ কোটি মুভি ক্লাবের খাতায় নাম লেখায়। সালমানের মোট সম্পদের পরিমাণ ২০০ মিলিয়ন মার্কিন ডলার।
(৪) আমির খান
১৯৬৫  সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন আমির খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। কেয়ামত সে কেয়ামত তাক সিনেমাতে জুহি চাওলার সাথে অনবদ্য অভিনয় দিয়ে আমির খানের নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। বলিউডে তিনি মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত। উচ্চতা খুব বেশি না হলেও নিজের দক্ষতা ও প্রতিভা দিয়ে তিনি একইসাথে একশন ও রোমান্টিক নায়ক হিসেবে বিপুল জনপ্রিয়। এছাড়া আমির খান গত বছর সত্যমেভ জয়তে নামের টিভি অনুষ্ঠান নিয়ে হাজির হন, যা পুরো ভারতে সাড়া ফেলে দেয়। ইউনিসেফ তাকে পুষ্টি বিষয়ে সচেতন করার প্রচারণায় তাকে দূত হিসেবে মনোনীত করেছে। তার থ্রি ইডিয়টস ছবিটি বলিউডের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। তার মোট সম্পদের পরিমাণ ১৮০ মিলিয়ন মার্কিন ডলার।
(৫) অক্ষয় কুমার
৯ই সেপ্টেম্বর, ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন রাজিব হরি ওম ভাটিয়া, যিনি তার নাম ‘অক্ষয় কুমার’ নামে পরিচিত, একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং মার্শাল শিল্পী যিনি শতশত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। খিলাড়ি অক্ষয় কুমারের পুরো জীবন যেন সিনেমারই গল্প। স্টান্ট ম্যান থেকে জনপ্রিয়তম চলচ্চিত্র অভিনেতা হয়ে ওঠার গল কিন্তু এক দিনের নয়। ১০০ টিরও বেশি সিনেমাতে অভিনয় করা অক্ষয় এখনো অভিনয় করে যাচ্ছেন সমান জনপ্রিয়তা নিয়ে। খিলাড়ি, ম্যায় খিলাড়ি তু আনারি, ধাড়কান, হাউসফুল, হাউসফুল ২, রাওডি রাঠোর ইত্যাদি সিনেমাগুলো রেকর্ড পরিমাণ ব্যবসা করতে সক্ষম হয়। অক্ষয়ের মোট সম্পদের পরিমাণ ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

(৬) ধার্মেন্দ্র 
৪ই ডিসেম্বর, ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন ধার্মেন্দ্র, তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
 ১৯৯৭ সালে, হিন্দি সিনেমায় তাঁর অবদানের জন্য তিনি ফিল্মফেয়ার লাইফ টাইম অখিভমেন্ট পুরস্কার পান। অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় তাঁর ভূমিকায় তাঁকে ‘অ্যাকশন কিং’ এবং ‘হের-ম্যান’ নামে ডাক নাম দিয়েছিল। তার মোট সম্পদের মূল্য ৭০ মিলিয়ন মার্কিন ডলার যা তিনি ১৯৬০ সালে দিল ভী তার হেরাৎ তীর থেকে শুরু করে অনেকগুলি চলচ্চিত্র থেকে অর্জন করেছেন। দীর্ঘদিনের কর্মজীবনে ধার্মেন্দ্র ১০০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যা তাকে সুপরিচিত হয়ে উঠেছে বলিউড শিল্প।
(৭) রণবীর কাপুর
১৯৪২ সালের ২৪ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন রণবীর কাপুর, তিনি একজন ভারতীয় অভিনেতা।
 বলিউডের চলচ্চিত্রে তাঁর কর্মজীবনের মাধ্যমে তিনি সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি এবং ভারতে সর্বোচ্চ বেতনভোগী অভিনেতাদের অন্যতম। তিনি পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সহ বিভিন্ন পুরষ্কারের প্রাপক। যেহেতু তার নেটভিত্তিক বিষয়ে উদ্বিগ্ন, এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জনের সর্বোচ্চ চিত্র। কিন্তু আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিনি বার্ষিক ভিত্তিতে ৩০ কোটি রুপি আয় করেন, যেমন ‘ইয়ে ইয়ুওয়ানি হ্যায় আবাসণী’ এর সাফল্যের পর তিনি প্রতি মুভিতে ১৫ কোটি থেকে ২০  কোটি টাকা আয় করেন। তার মোট সম্পদের মূল্য ৬৬ মিলিয়ন মার্কিন ডলার
(৮) জন আব্রাহাম
১৭ ই ডিসেম্বর, ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন জন আব্রাহাম একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, এবং একটি প্রাক্তন মডেল। অনেক বিজ্ঞাপনে এবং কোম্পানীর জন্য মডেলিং পরে, অব্রাহাম জিসম এর মাধ্যমে তার চলচ্চিত্রের প্রথম আসর তৈরি করেন, যা তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের মনোনয়ন প্রদান করে।সফল নাম হিসেবে পরিচিত জন আব্রাহাম এবং ৫৫ মিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি।
(৯) ইরাফান খানে১৯৬৭  সালের ৭ জানুয়ারি সাহাবজাদ ইরাফান খানের জন্ম হয়। ইর্ফান খান বা কেবল ইরফান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি হিন্দি সিনেমায় প্রধানত তাঁর কাজের জন্য পরিচিত। তিনি ব্রিটিশ চলচ্চিত্রে এবং হলিউডের জন্যও পরিচিত। ইরফান খান এর জুরাসিক ওয়ার্ল্ড বিশ্বব্যাপী ৫১১ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল খোলার মাধ্যমে সব রেকর্ড ভেঙে দিয়েছে যা সবচেয়ে বড় উদ্বোধনী। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের দক্ষতা এবং দক্ষতার উপর ভিত্তি করে, ইরাফান ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।
(১০) হৃতিক রোশন
১৯৭৪ সালের ১০ ই জানুয়ারী জন্মগ্রহণ করেন হৃতিক রোশন, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি বলিউড থেকে ছয় ফিল্মফেয়ার পুরষ্কার জেতার পর থেকেই বলিউডের সফল কর্মজীবন শুরু করেছেন এবং ভারতের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের কীর্তি হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি ভারতীয় সিনেমার একটি হটশট সুপারস্টার হিসেবে তার সম্পদের মূল্য প্রায় ৪৫ মিলিয়ন ডলারের। তিনি বলিউডের সুপারস্টার যিনি শিশু হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক অভিনেতা হিসেবে তার খ্যাতি অর্জন করেন।



তোমাকে খুব বেশি মিস করছি আজকাল।
সকালে অফিসে যাওয়ার সময় কেউ হাত নেড়ে বলে না, তাড়াতাড়ি এসো। বার বার ফোনে শুনতে পাই না, কখন আসবা। বাসায় আসার পর কেউ দৌড়ে এসে দরজা খুলে দেয় না৷ রাতে মুভি দেখার জন্য কেউ বায়না করে না। কেউ বলে না, তোমার কি খিদা লেগেছে, ভাত দিবো! কানে হেডফোন দিয়ে 'বিতে লাম্বিন' অনেক দিন শোনা হয় না। কেউ বায়না করে না, বলে না, আজ তুমি খায়িয়ে দিবা।

ভালোবাসা এমনই, দূরে গেলে বাড়ে।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget