Articles by "Business"

 


বক্সিংয়ের জগতে তিনি অমর হয়ে গেছেন। খেলোয়াড়ী জীবনে দুই হাতে কামিয়েছেন। আবার উড়িয়েছেন দুই হাতে। যে কারণে ৫৮৪ মিলিয়ন বা ৫৮ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকার মালিক হয়েও তিনি একসময় দেউলিয়া হয়েছিলেন। সেই মাইক টাইসন আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তার ঘুরে দাঁড়ানোর পেছনে আছে গাঁজা চাষ! হ্যাঁ, গাঁজা চাষ করেই তিনি এখন কোটি কোটি টাকা আয় করেন।


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজা উৎপাদন ও ক্রয়-বিক্রয় বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ওই রাজ্যটিতে ২১ বছরের বেশি বয়সীদের জন্য গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়। সেখানেই টাইসন একটা গাঁজা চাষের কম্পানি খুলেছেন। যার নাম 'টাইসন র‍্যাঞ্চ।' টাইসনের ফার্মটি ১৬ হেক্টর জমির ওপর অবস্থিত। এখান থেকে তিনি প্রতিমাসে পাঁচ লাখ ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি টাকারও বেশি! 


এছাড়া ৫৪ বছর বয়সী টাইসন এবং তার বন্ধুরাই তো মাসে ৪০ হাজার ডলারের গাঁজা সেবন করেন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা! টাইসন নিজেই এই তথ্য দিয়েছেন। নিজের ফার্মে তৈরি গাঁজায় টাইসন এতটাই মুগ্ধ যে তিনি এখন নিজেকে 'সেরা গাঁজা চাষী' হিসেবে দাবি করেন। ২০১৯ সালের নভেম্বরে র‍্যাপার বি-রিয়ালের সঙ্গে এক অনুষ্ঠানে ক্যামেরার সামনেই বিশাল এক গাঁজা সেবন করেন টাইসন।

মেরিলিন আহমেদ

দেশে বসেই বিদেশের চার প্রতিষ্ঠান সামলাচ্ছেন তিনি। আয়ের অঙ্ক শুনলে যে কারও চোখ কপালে উঠে যাবে। অনলাইনের একটি মার্কেটপ্লেস থেকেই তাঁর মাসে গড়ে দুই লাখ টাকা আয় হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্কে শীর্ষ আয়ের তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। তিনি বাংলাদেশি তরুণী মেরিলিন আহমেদ। ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের মেয়েদের অনেকখানি এগিয়ে যাওয়ার বার্তা বহন করছেন মেরিলিন।
দেশে বসেই বিদেশের চারটি প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ দেওয়া, মানবসম্পদ বিভাগ দেখাসহ প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব পালন করছেন মেরিলিন আহমেদ। ফ্রান্সের একটি কোম্পানি তাঁকে সে দেশে চলে যেতে বললেও তিনি দেশেই গড়ে তুলতে চাইছেন মানবসম্পদ নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিং জীবন নিয়ে সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
ব্যবসা ও চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে যুক্ত থাকলেও মেরিলিন আহমেদ নিজেকে পুরোপুরি ফ্রিল্যান্সার হিসেবেই পরিচয় দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ ও পরবর্তী সময়ে মানবসম্পদ–বিষয়ক ডিপ্লোমা পিজিডিএইচআর করে দেশের কয়েকটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি করেছেন।
সামলেছেন দেশের বড় বহুজাতিক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের দায়িত্ব। কিন্তু চাকরির বাঁধাধরা সময় তাঁর পছন্দ হয়নি বলে বেছে নেন ফ্রিল্যান্সিং পেশাটাকে। কারণ, এখানে নিজের স্বাধীন সময়মতো কাজ করার সুবিধা আছে। এর বাইরে নিজের সুবিধাজনক সময়কে চাকরির জন্য বেছে নিয়েছেন। গত এক বছর দেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিজিডিএইচআর কোর্স পড়াচ্ছেন। সঙ্গে নিজের ব্যবসা শুরু করে আয়ের পরিধিটুকু বাড়িয়ে নিতে পেরেছেন বহু গুণ। একসঙ্গে এখন তিন ধরনের কাজ সামলাচ্ছেন মেরিলিন।
মেরিলিন জানালেন, ফ্রিল্যান্সিং জগতে তিনি প্রধানত মানবসম্পদ ব্যবস্থাপক ও প্রকল্প পরামর্শক হিসেবে কাজ করেন। বাংলাদেশ থেকে এ ধরনের ফ্রিল্যান্সার হাতে গোনা। তিনি আপওয়ার্কের শীর্ষ আয়ের ফ্রিল্যান্সারদের একজন। সরকারের কাছ থেকেও স্বীকৃতি পেয়েছেন। তাঁকে এখন ফ্রান্সের ২৫০ জনের বেশি কর্মী আছে এমন একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ দেখতে হয়। সেখানে ১৮টিরও বেশি দেশের লোক একসঙ্গে যাঁর যাঁর দেশ থেকে কাজ করছেন।
এর বাইরে আরও তিনটি প্রতিষ্ঠানের হয়ে খণ্ডকালীন কাজ করছেন মেরিলিন। বিভিন্ন দেশের কর্মীদের নিয়োগ দিতে সাক্ষাৎকার নেওয়া, প্রতিষ্ঠানের জন্য দরকারি কর্মী সংগ্রহ, কর্মীদের ছুটি, বেতন ও নীতিমালা তৈরিসহ নানা বিষয় তাঁকে দেখতে হয়। মেরিলিন জানালেন, গত তিন বছরে তিনি অনলাইনে নিয়োগ দিয়েছেন ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক ফ্রিল্যান্স কর্মীকে।
ওই চারটি প্রতিষ্ঠানের জন্য তাঁর কাজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা তাঁর ওপর ভরসা করেন। সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এ কারণে তাঁদের সময়ের সঙ্গে মিলিয়ে কাজ করতে হয়। পুরো কাজ করতে হয় অনলাইনে। সময়ের ব্যবধানের সুবিধা হিসেবে তিনি ইউরোপীয় গ্রাহকদের সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
যেভাবে ফ্রিল্যান্সিংয়ে এলেন
জবাবে মেরিলিন জানান, ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করে ফ্রিল্যান্সিংয়ে আসার ইচ্ছে কখনো ছিল না। সে সময় ফ্রিল্যান্সিংয়ের প্রসার ও প্রভাব সম্বন্ধে জানাও ছিল না। তবে করপোরেট চাকরি করতে করতে ক্লান্ত হয়ে বিকল্প চিন্তা করছিলেন। চাকরি ছেড়ে তখনই এ পথে আসা। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। তিনি মার্কেটপ্লেসগুলো নিয়মিত ঘেঁটেছেন। কাজ খুঁজেছেন। অনেকের মতোই ডেটা এন্ট্রি, লেখালেখির মতো কাজগুলো পেতে আবেদন শুরু করেন। সেটা ২০১৩ সালের দিকে।
এরপর প্রথম কাজ পেতেই ছয় মাস সময় লাগে। তিনি ধৈর্য হারাননি। প্রথম কাজ সফলভাবে শেষ করার পর আরও কয়েকটি কাজ করেন। কিন্তু তিনি যে বিষয়ে দক্ষ, সে বিষয়টিতে কাজ পাচ্ছিলেন না। এর মধ্যে শুরু করেন নিজের প্রতিষ্ঠান ও ব্যবসা। সেই ব্যবসা টিকিয়ে রাখতে ও আয় বাড়াতে ফ্রিল্যান্সিংকে গুরুত্ব দিতে শুরু করেন। একসময় কাজ পেয়ে যান এক বিদেশি গ্রাহকের, যার সঙ্গে পরে অনলাইনের বাইরেও নিজের মানবসম্পদবিষয়ক পরামর্শ ব্যবসা শুরু করেন তিনি।
মেরিলিন থাকেন রাজধানীর বনশ্রীতে। তাঁর কার্যালয় পান্থপথে। বাবা–মায়ের বড় সন্তান তিনি। ছোট দুই ভাই আছেন, যাঁরা তাঁদের আপন পেশার ক্ষেত্রে সফল। প্রকৌশলী বাবা ও গৃহ ব্যবস্থাপক মায়ের সান্নিধ্যে মেরিলিনের ছোটবেলা কেটেছে লিবিয়ায়। সেখানে বাংলা মাধ্যমে পড়েছেন। ১০ বছর বয়সে দেশে চলে আসেন। এরপর থেকে তিনি দেশের প্রচলিত মাধ্যমে পড়েছেন। এখন তিনি মানবসম্পদ–বিষয়ক পরামর্শ, নিয়োগ ও নীতিমালা তৈরির কাজগুলো করছেন। আর অবসর মুহূর্তগুলো আজকাল তিনি বিদেশ ভ্রমণ করে কাটান।
কীভাবে এত সব সামলাচ্ছেন? এর জবাবে হেসে মেরিলিন বললেন, সবাই জয়টা দেখতে পায়। পেছনের কঠোর অধ্যবসায়, নিদ্রাহীন রাত, অশেষ ধৈর্য আর সুচিন্তিত পদক্ষেপগুলো কেউ দেখতে পায় না। তাঁর জয়ের মন্ত্র একটাই—নিজের সবচেয়ে ভালোটা দেওয়া। টাকার দিকে চেয়ে নয়; বরং মন দিয়ে পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেয়েছেন। নিজেকে প্রমাণে নিজের সিদ্ধান্তই প্রয়োগ করতে হবে—এই তাড়নাটুকুও টেনে নিয়ে এসেছে অনেকখানি।
মেরিলিন জানান, ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিতে পরিবারের দিক থেকে সমর্থন পেয়েছেন তিনি। তবে বড় প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেওয়ার জন্য শুনতে হয়েছে তির্যক মন্তব্য। শুরুতে বাবা–মায়ের কিছুটা আপত্তি থাকলেও পরে তাঁরা পাশে দাঁড়িয়েছেন। শুরুতে ফ্রিল্যান্সিংয়ে নিজেকে মানিয়ে নিতেও কিছুটা সময়ের দরকার হয়েছে। কী করে ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, তা নিয়ে রীতিমতো গবেষণা করতে হয়েছে। আন্তর্জাতিক মানের সেবা দিতে এখনো নিজেকে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন। নতুন নতুন দক্ষতা অর্জন করতে হচ্ছে। শিখতে হচ্ছে।
নতুনদের জন্য পরামর্শ
নতুন যাঁরা ফ্রিল্যান্সিং পেশায় আসতে চান, তাঁদের জন্য ভাষাগত কোনো বাধা দেখেন না মেরিলিন। তাঁর মতে, কাজ শিখে পেশাদার মনোভাব নিয়ে এগোলে সফল হওয়া যাবে। এ ক্ষেত্রে গুগল, ইউটিউবসহ নানা শেখার উপকরণ রয়েছে। আগে শিখতে হবে, চর্চা করতে হবে। এরপর মেন্টরিং। ফ্রিল্যান্সিং পেশায় কেউ কাউকে কাজ দিতে পারে না। নিজের কাজ নিজের যোগ্যতায় আদায় করতে হয়। একজন ভালো মেন্টর অবশ্য কাজে আসতে পারে। তবে নিজের বস নিজেকেই হতে হবে।
মেরিলিন বলেন, যাঁরা সন্তান জন্মের পর চাকরি ছেড়ে বসে থাকেন, তাঁরা এ পেশায় আসতে পারেন। এ ছাড়া ঘরে বসে থাকার চেয়ে কাজ শেখাকে গুরুত্ব দেন তিনি। বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আগে দক্ষতা বাড়াতে হবে। আজকাল ফ্রিল্যান্সিংয়ের ওপর ভালো প্রশিক্ষণের ব্যবস্থা সরকারি ও বেসরকারি, দুই পর্যায়েই আছে।
অনেকে ইউটিউব, ফেসবুকেও টিউটোরিয়াল দিয়ে থাকেন। পাশাপাশি বইও পাওয়া যায় প্রচুর। আর কিছু না হোক, নিজে থেকে অনলাইন সার্চ করেও জেনে নেওয়া যায় প্রাথমিক অনেক তথ্য। এরপর কাজে নামতে পারেন। শুরুতেই কাজের আশা না করে, নিজের যোগ্যতা বুঝে এগোতে হবে। রাতারাতি সাফল্য আসে না।
মেরিলিনের মতে, ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে। ঢালাওভাবে ফ্রিল্যান্সিং সবার জন্য—এ ধারণাটা ভুল। আবার যাঁদের দেশীয় বাজারে কাজ নেই, ফ্রিল্যান্সিং তাঁদের জন্য, সেই ধারণাও ভুল। তবে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার দক্ষতা থাকলে কারও ভাবাভাবির দিকে না চেয়ে কাজ শুরু করে দেওয়া উচিত।
তিনি বলেন, কাজ যেন চাইতে না হয়, কাজই যেন আপনাকে খুঁজে নেয়, সেভাবে এগোতে হবে। এ লক্ষ্যেই নিজের একটি আন্তর্জাতিক মানের পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন বলে জানালেন। সূত্রঃ প্রথম আলো।

Types of Marketing Strategies and Definition

Marketing strategies are used by businesses to promote their products and services. Let’s have a look at the proper definition.

Marketing strategy definition

Marketing strategy is used by different companies to collaborate with their consumers. It is also employed to aware the customers about the features, specifications, and benefits of the company’s products. It is basically focused on encouraging the target population to buy those specific products and services. The marketing strategies might be totally innovative or they can be previously tried or tested strategies.
Effective marketing strategies help to get ahead in the competition.
The marketing strategies might be totally innovative or they can be previously tried or tested strategies.

Points to ponder for marketing

There are different types of marketing strategies available. You have to pick one as per your business requirement. Before choosing the right marketing strategy for your business, consider the following points.

1. Define the target population

The defining the target population is main and necessary step in choosing your marketing strategy. It gives the proper demographics which help in selecting the most appropriate marketing plan for your business.

2. Test your audience

Create a hypothetical process of buying to test your audience. Once you know the buying behavior of your target audience, you can select a more appropriate marketing strategy.

3. Consider marketing strategies

Once you know the demographics; their knowledge, attitudes, and behaviors. You can select a more appropriate marketing strategy.

4. Evaluate those strategies

Once you have considered the marketing strategies and found the applicable ones. Asses them, apply them and evaluate them. This process must be for testing purposes and the most suitable and productive strategy must be applied.

Types of marketing strategies

There are different types of marketing strategies available. Picking up a marketing strategy includes analyzing the needs of your business, your target audience, and the specifications of your products.
The two main types of marketing strategy are:
  • 1. Business to business (B2B) marketing
  • 2. Business to consumer (B2C) marketing
The most common form of marketing is the business to consumer (B2C) marketing. Let’s explore a bit more.
Following are the different types of marketing strategies available.

1. Paid advertising

This includes multiple approaches for marketing. It includes traditional approaches like TVCs and print media advertising. Also, one of the most well-known marketing approaches is internet marketing. It includes various methods like PPC (Pay per click) and paid advertising.

2. Cause marketing

Cause marketing links the services and products of a company to a social cause or issue. It is also well known as cause-related marketing.

3. Relationship marketing

This type of marketing is basically focused on customer building. Enhancing existing relationships with customers and improving customer loyalty.

4. Undercover marketing

This type of marketing strategy focuses on marketing the product while customers remain unaware of the marketing strategy. It is also known as stealth marketing.

5. Word of mouth

It totally relies on what impression you leave on people. It is traditionally the most important type of marketing strategy. Being heard is important in the business world. When you give quality services to customers, it is likely that they’d promote you.

6. Internet marketing

It is also known as cloud marketing. It usually happens over the internet. All the marketing items are shared on the internet and promoted on various platforms via multiple approaches.

7. Transactional marketing

Sales are particularly the most challenging work. Even for the largest retailers, selling is always tough especially when there are high volume targets. However, with the new marketing strategies, selling isn’t as difficult as it was. In transactional marketing, retailers encourage customers to buy with shopping coupons, discounts, and huge events. It enhances the chances of sales and motivates the target audience to buy the promoted products.

8. Diversity marketing

It caters diverse audience by customizing and integrating different marketing strategies. It covers different aspects like cultural, beliefs, attitudes, views and other specific needs.

Final Word

Marketing strategies have made it much easier to promote products and services. They also limit the strategy to target audience ensuring the proper advancement of the business.


Growing any business is, well, tough business. You've got your hand in every pot while simultaneously wearing every hat. You're worrying about marketing strategies, product creation, and growth plans, all in the same day.
With so many ongoing tasks, it can be far too easy to let a little thing like digital presence fall by the wayside. However, that would be a grave mistake.
The Harvard Business Review recently conducted a study on what exactly makes people want to complete a purchase from a particular website, and the results were a resounding "trustworthiness." By making consumers feel safe, comfortable and at ease when they visit your online destination, you stand a much higher chance of not just encouraging them to complete a purchase, but convincing them to become longtime users.
Strong website design is paramount in creating this trustworthiness. By presenting an online destination that is straightforward and easy to navigate, users will have a more positive experience throughout your website, making them more likely to complete a purchase. 
So, while things like company transparency, great testimonials, and a solid product are obvious ways to ingrain familiarity to potential customers, website design clearly ranks particularly high when determining if a brand seems trustworthy or not.
In order to stand out from the crowd, there are a few tried-and-true design elements that will transform your website visitors into loyal customers. Don't worry, I'm not going to say something obvious like "responsive designs" -- elements like that are a given.
Here are five top web design and UX trends that will grow your business fast.

1. Video landing page

Incorporating video into your website design is a no-brainer. I mean, 78 percent of internet users watch videos online every week. 
But, don't just embed any old YouTube video. Instead, take your website design to the next level by creating a video landing page.
You could target this video to a direct call to action on a particular web page, a la Salesforce. Or you could take a page out of Baesman's book and create an immersive video that auto-plays on your homepage. Either of these approaches can provide information or drive home the brand's identity -- but both will improve UX and users' impression of your company as a whole.
Not sold? The proof is in the pudding. According to Vidyard and Demand Metric's The State of Video Marketing 2017 study -- which surveyed 159 B2B and B2C professionals and entrepreneurs -- it is predicted that 69 percent of website traffic will be video, while 70 percent of professional participants reported that video converts better than other forms of information and content.

2. Parallax scrolling

While digital experiences have no doubt improved many aspects of our daily lives, it has had one negative impact: People are lazy. So lazy, in fact, that clicking a button is often too far out of the realm of possibility.
Enter parallax scrolling.
This uneven-like scrolling effect has combated consumers' general laziness while remaining engaging and visually appealing. With a simple swipe (a la Tinder), users have easily consumed your information as they make their way down the page.
The popularity of parallax scrolling has also introduced more deep-scrolling and single-page website designs and renders what information is "above the fold" a little less necessary, since it is easier to see what's below, too. Ultimately, that makes prioritizing content easier for you to manage and increases your user's likelihood of seeing everything anyways.
Make Your Money Matter took its parallax scrolling to the next level, with effects spanning an illustrated timeline that goes both horizontally and vertically, ensuring it captivates users.

3. Animated calls to action

Calls to action are a necessary evil in website design. The fact remains that your consumers won't know what to do unless you explicitly tell them. Many. Many. Times.
However, simply telling your consumers what to do just isn't enough anymore, either. They're seeing stimuli and instructions from all corners of the web, so you need a little something extra to help your goal stand out.
Adding a little animation to your important action items might be just the ticket. Whether it's a micro-mini interaction (such as "liking" a Facebook post and seeing the many reaction animations) or a simple effect to catch users' eyes, consumers are more likely to execute the action you're pushing when the call to action grabs their attention and provides confirmation of completion.
Need some inspiration? Airbnb uses its animation app, Lottie, to incorporate subtle graphics animations atop its calls to action throughout its website and app designs.

4. Custom typography

Every website needs text, but the days of boring Times New Roman, Arial or any other basic stock font have long-since passed. Instead, take your message to the next level with unique typography that encompasses your brand identity while simultaneously communicating to users.
This unique typography can take many shapes (literally) or be found in different areas of your design. Some brands may choose to utilize this in their logo design, while other businesses (like mine) will sprinkle custom font throughout the entire design to draw attention to important content, like this newsletter signup call to action (below). Ultimately, the choice in how and where you utilize this trend is up to you.

5. Artificial intelligence

Despite the surge in e-commerce sales over brick and mortar storefronts, people still crave connections, which is likely one of the reasons that artificial intelligence in all its forms is so popular.
AI in website design can take many shapes, but some popular examples include machine learning, personalization, and chatbots. Machine learning and personalization are cut from the same cloth to a degree and ingratiate a feeling of "being special" with users that, in turn, fosters brand loyalty.
Chatbots influence user experience much more directly, though. While they provide an engaging element, the biggest draw to incorporating chatbots into your website design relates to customer service. Users can ask questions and receive answers in real-time -- which is easy to visualize -- and acquire information quickly.
Quartz is a stellar example of chatbots within immersive app design. Through a conversational interface and hilarious memes, users are more likely to return to consume the entertaining content than they are to read a boring news article on another app.

There are Websites That Can Calculator Your Website Value That you may not know them!

We Surf Many Website For Finding Any Website Value See Below 5 Websites That are use for the Find Your Perfect Website Value Online.
Website Values are calculated by the website worth, daily page views and daily visitors, daily ad revenue, Alexa rank, Backlinks, visitors by country, website values and etc.

Top 5 Website Value Calculator! (Updated 2018)

1. Website Outlook

More then 20 Metrics to Measure & Track Success of your website.

2. Worth of Web


11,000,000+ websites evaluated since 2011.

Estimated website worth: they calculate it based on our estimation for daily, monthly, annual revenue.
WOW Score: they calculate it based on traffic figures we used.
WOW Rank: they give it a rank based on WOW Score.

3. Website Overview


Get Complete SEO Report at web site summary And Calculate Your web site price Traffic and Valuation.

4. Webuka


Webuka is the free website worth calculator working with: Google API, Yahoo API, Alexa API, Compete API and W3C Markup Validation Service. And The mathematical formulas behind the website evaluation algorithm are calibrated using real website transactions.

5. Site Price


siteprice.org is a free website price, website worth & domain value calculator and website traffic checker tool.
To estimate the worth of a website, siteprice.org calculates with its own unique algorithm. And If you want to sell your website or buy a website you’ll probably need to know the website values and domain name value and appraise it.


“Solopreneur” isn’t a brand-new term but it has definitely become more relevant in recent years. The word is easily interchanged with the word “entrepreneur,” but there are distinct differences. As an increasing number of professionals choose to start a business with no intention of ever adding staff, solopreneur is likely a term that will only grow in popularity.
The differences between solopreneurs and entrepreneurs can be subtle, especially since some entrepreneurs work alone until they can build their businesses enough to make a team. However, those who choose solopreneurship over entrepreneurship without plans to change have distinct differences.

Solopreneurs don’t wait for a buyout.

An entrepreneur works hard to build his business but he isn’t quite as attached to the concept as a solopreneur. Many, but not all, entrepreneurs build their businesses with at least a small hope that a much larger company, like Google, will come along and offer millions of dollars for it once it grows. At that point, he could easily move on to the next great venture.
Of course, many entrepreneurs have turned down buyout offers to continue pursuing a passion, so this isn’t a defining difference. However, a large divide between the two may come when an entrepreneur can run a variety of businesses over the course of his career, while a solopreneur tends to work at one thing consistently.

Entrepreneurs put a face to a company.

While a solopreneur tends to spend hours working hard to build his business, an entrepreneur frequently prefers to be out making connections and getting the word out about his or her business. An entrepreneur may be perfectly happy doing that and that alone, leaving his team behind to do the work.
Solopreneurs can be great networkers, as well. One major difference is that an entrepreneur may be more comfortable spending all day at a variety of networking opportunities and client meetings, while a solopreneur is content simply doing the work.

Entrepreneurs are managers.

When someone is an entrepreneur at heart, even as a solopreneur, he’s waiting for the day when he can build his team. He may even begin working with freelance workers and virtual assistants to delegate his work. He is comfortable leading a team of people toward a defined goal.
Solopreneurs, on the other hand, likely are in no rush to hire an employee to manage. Even if the day comes when they must outsource work or bring in a team member, a solopreneur may find himself pitching in and doing the vast majority of the work himself. He may even have a hard time letting go of tasks, since he simply wants to jump in and work hard to grow his business.

Solopreneurs are workers.

While entrepreneurs can work harder than anyone they know, a solopreneur is a worker by his very nature. If a task needs to be done, his first thought is to roll up his sleeves and start working. For this reason, this new generation of freelance workers and sole proprietors have emerged, with professionals content to run a one-man shop with no intention of bringing another person on.
Entrepreneurs, on the other hand, have no trouble delegating, even if they have to delay that process until they have enough money to bring additional workers on. They realize the sooner they can delegate tasks like billing, web development and database management, the sooner they can focus on building and growing their businesses.

The distinction between a solopreneur and entrepreneur can be difficult to see, especially since so many entrepreneurs start out working alone. But the mindset of a solopreneur and entrepreneur are subtly different and noting those differences can help professionals determine the long-term direction they’ll take with their businesses.
I've met some of the best solopreneurs in the world. They make some of the best partners. Know which type of an "preneur" you are so that you can best find how to work with yourself and others.


পৃথিবীর যে দেশে বসে অদ্ভুত টাকার বাজার!


আমাদের দেশে টাকার বেশিরভাগ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। এছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে। তা-ও অনেকটা ব্যাংকের মতোই। কিন্তু হাটে-বাজারে বিক্রি হয় টাকা- এমন হয়তো আগে শুনেছেন কিনা জানা নেই। তবে এখন শুনতে পারেন অদ্ভুত সেই টাকার বাজারের কথা।
দৈনন্দিন চাহিদার ভিত্তিতে দেশে দেশে মাছের বাজার, শাক-সবজির বাজার, বইয়ের বাজার, পোশাকের বাজার দেখেছেন। কিন্তু রাস্তার পাশে লাইন দিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোক বসে আছে। মানুষ তার প্রয়োজনে টাকা কিনছে বাজার থেকে, এমন দৃশ্য দেখেছেন কখনো?
এমন বিচিত্র বাজারের সন্ধান পাওয়া গেছে পৃথিবীতে। আফ্রিকার সোমালিয়ার সোমালিল্যান্ডে বিক্রি হচ্ছে টাকা। তবে সেই টাকা জাল বা নকল নয়। অবিশ্বাস্য হলেও সত্য যে, সেখানে বিক্রি হচ্ছে একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন-দুপুরে সেখানকার মানুষ বিনিময় করে নিয়ে যায় বান্ডেল বান্ডেল নোট।
এ টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই। তাই সেখানে কোনো বাড়তি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেই। কারণ এমন অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো সহায়ক বলে জানা যায়। সেই টাকাকে বলা হয় ‘শিলিং’। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এক মার্কিন ডলারের দাম ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। তাই মোট ১০ ডলার খরচ করলে পাওয়া যাবে কমপক্ষে ৫০ কেজি নোট! যা নিজের পকেটে নেওয়া যায় না। বাধ্য হয়ে সেই টাকা নিতে কয়েকটি বস্তা বা একটি ঠেলাগাড়ির প্রয়োজন হয়। অথবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে গেলেও টাকার বস্তা নিয়ে বের হতে হয়।
মূল কথা হচ্ছে- শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এমনকি সন্ত্রাসী-ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে অনেক আগেই। তাই তো রাস্তার পাশে পথের ওপর ফেলে রেখে টাকা বিনিময়েও কোনো অসুবিধা হচ্ছে না।


কেমন করে কয়লার সৃষ্টি হয়েছিল?

সচারচর জ্বালানী হিসেবে ব্যবহৃত কয়লা উত্তলিত হয় কয়লার খনি থেকে। কয়লার এই সব খনি চওড়ায় অনেক মাইল পর্যন্ত হয়। খনির ভিতর পুরু ও চ্যাপ্টা কয়লার স্তর দেখতে পাওয়া যায়। ঐ সব স্তরের পুরুত্ব কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। হাজার হাজার শ্রমিক ও প্রকৌশলী যন্ত্রপাতির সহযোগে রাতদিন ধরে এই সব খনিতে কাজ করে। তোমরা কী জান –কেমন করে এই কয়লার সৃষ্টি হয়েছিল ?
কয়লার সৃষ্টি প্রথম শুরু হয়েছিল প্রায় ২৫০ মিলিয়ন (২৫ কোটি) বছর আগে।ঐ যুগটা কে বলা হত অঙ্গার-উৎপাদী কাল(carboniferous period)। তখন আমাদের পৃথিবীতে ছিল অনেক জলাভূমি। দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, বৃহৎ বৃহৎ হৃক্ষ, র্ফান প্রভৃতি জন্মেছিল ঐ সব জলাভূমিতে। কাল ক্রমে ঐ সব গাছপালা মরে গিয়ে শান্ত জলাভূমির জলে পতিত হয়। যথেষ্ট পরিমাণ বাতাস সেখানে না থাকায় গাছপালা গুলো সম্পৃর্ণ রুপে পচে যায় নি। ব্যাকটেরিয়া গাছের বিভিন্ন অংম পিট (peat) নাম এক প্রকার আঁঠাল পদার্থে পরিণত করেছিল। শতাব্দীর পর ধরে বালি-মাটি জমা হয়ে হয়ে এই পিটকে চাপ দিতে থাকে। তাপ ও ভূ-স্তরের চাপের ফলে পিট-আস্তরণ প্রথমে লিগনাইটে (Lignite) রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত, রূপান্তর ঘটে তার শক্ত কয়লায়। এমনি করে পৃথিবীর অভ্যন্তরে ভাঁজে ভাঁজে অসংখ্য কয়লার স্তর সৃষ্টি হয়েছিল। আজকের দিনে কয়লা পেতে হলে আমাদের কে মাটি খুঁড়ে অনেক গভীরে যেতে হয়।
কয়লার মধ্যে ফার্ণের (fern) ছাপ লক্ষ্য করা গেছে। ফার্ণের ঐ ছাপের উপর ভিত্তি করেই কয়লা সৃষ্টির উপরোক্ত মতবাদটি প্রদত্ত হয়েছে। কখন কখন গাছের ছালের নমুনাও দেখা গেছে। তার থেকে এটা আবার প্রমাণিত হয় যে লক্ষ লক্ষ বছর আগে উদ্ভিদ, গাছ-গাছালি, লতা-গল্ম প্রভৃতি ধ্বংসাবশেষ থেকেই কয়লার সৃষ্টি হয়েছে।
কয়লার খনির খননকার্য এক দুরুহ ব্যাপার । প্রথমতঃ জমাকৃত কয়লার উপর থেকে সকল প্রকার ময়লা দূরীভূত করা হয়। তারপর কয়লার স্তর যখন বেরিয়ে আসে তখন তাকে ছোট ছোট টুকরায় ভাঙ্গায় জন্য বিস্ফোরন ব্যবহার করা হয়। বস্তুতঃপক্ষে, সমস্ত খননকার্যটি চলে যন্ত্রপাতি আর বিস্ফোরকের মাধ্যমে। এমনি করে প্রাপ্ত কয়লা কে ওয়াগনে বোঝাই করে উপরে তোলা আনা হয়। খননকারীরা উল্লম্ব(shaft) মধ্য দিয়ে চলাচলকারী লিফটের সাহায্যে খনিতে নামে কিংবা খনি থেকে বেরিয়ে আসে। কয়লার খনিতে সহজে আগুন ধরে। কয়লার খনিতে আগুন লাগলে তা নেভানো অত্যন্ত কষ্টকর। তাই খনির বাকী অংশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য ঐ অংশটি কে সব দিক দিয়ে বিচ্ছিন্ন বা আলাদা করে রাখা হয়।
আমাদের দেশে কয়লার খনি আছে অন্ধ্রপ্রদেশে, বিহারে, পশ্চিমবাংলায়, রাজস্থানে, মহারাষ্ট্রে উড়িষ্যায়, আসামে, জম্মুতে ও মধ্যপ্রদেশে। সমগ্র পৃথিবীতে খনি থেকে প্রতি বছরে প্রায় ৩ বিলিয়ন টন (৩০০০ মিলিয়ন বা ৩ কোটি) কয়লা উত্তোলিত হয়। ভারতে প্রতি বছর খনি থেকে উত্তোলিত কয়লার পরিমাণ হল ১০০ মিলিয়ন টন বা (১০ কোটি টন)।


অধিকাংশ পণ্যে ছোট্ট সিলিকার ব্যাগ দেওয়া হয় !! কিন্তু কেন দেয়া হয় জানেন?

সিলিকা (আগ্নেয় ধাতব পদার্থবিশেষ) সর্বসাধারণের কাছে খুব বেশি পরিচিত না। তবে সিলিকার তৈরি ব্যাগ সম্বন্ধে কম-বেশি সবাই জানে। অধিকাংশ পণ্য কেনার পর দেখবেন এর মধ্যে ছোট একটি ব্যাগ আছে। কেনার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগটি ফেলে দেই। অথচ ওই ছোট্ট সিলিকা ব্যাগটি আপনার পছন্দের পণ্যটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। কারণ এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে। আর এই ব্যাগের ওপর বড় করে লেখা থাকে ‘ডু নট ইট’ অর্থ্যাৎ ‘দয়া করে খাবেন না’।
এখন থেকে কোনো পণ্যের মধ্যে এই ব্যাগ পেলে ভুলেও ফেলে দেবেন না। কারণ সিলিকা ব্যাগ দৈনন্দিন জীবনে আরো অনেক কাজে ব্যবহৃত হয়, আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-
  • পানিতে ফোন পরে গেলে সেটা আর ফিরে পাওয়ার কোনো আশাই থাকে না। কিন্তু সিলিকা ব্যাগ সে আশা জিইয়ে রাখে। একটি বাটির মধ্যে অনেকগুলো সিলিকা ব্যাগ রেখে এর মধ্যে পানিতে ভেজা ফোনটি রেখে দিন। দেখবেন, ফোনের সব পানি শুকিয়ে যাবে এবং ফোনটি নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে।
  • পাউডার ধরনের মেকআপের (কমপ্যাক্ট পাউডার, আইশ্যাডো, ফেস পাউডার) মধ্যে একটা-দুইটা সিলিকা ব্যাগ রেখে দিন। এতে এগুলো বহুদিন ভালো থাকবে।
  • অনেক সময় বৃষ্টিতে ভেজার পর ছাতা ব্যাগে রাখা সম্ভব হয় না। আবার বাইরে রাখলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। এ ক্ষেত্রে ছাতার প্যাকেটের মধ্যে কয়েকটি সিলিকা ব্যাগ রেখে ছাতাটা ঢুকিয়ে রাখুন। দেখবেন, খুব কম সময়ের মধ্যে ছাতাটা শুকিয়ে যাবে।
  • ভেজা জুতাকে দ্রুত শুকিয়ে ফেলে সিলিকা ব্যাগ। এমনকি জুতার স্যাঁতস্যাতে ভাবও দূর হয় সহজেই।
  • স্টিলের কাটলারি সেট খুব পরিষ্কার করে সিলিকা ব্যাগ। এই ব্যাগ দিয়ে পরিষ্কার করলে কাটলারি সেটে মরিচা ধরে না।
  • অনেকদিন ব্যবহারের পর তোয়ালে যখন তুলে রাখবেন তখন এর ভাজে ভাজে সিলিকা ব্যাগ দিয়ে রাখবেন। কয়েকদিন পর দেখবেন এটি নতুনের মতোই সতেজ রয়েছে।
  • জিমে গেলে ঘামের কারণে পোশাক ভিজে যায়। এগুলো যখন ব্যাগে করে আনা হয় তখন গন্ধ হয়ে যায়। জিমের এই ব্যাগে কয়েকটি সিলিকা ব্যাগ ছড়িয়ে রাখুন। ভেজা পোশাকে আর গন্ধ হবে না।
  • পুরোনো ছবিগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে ছবির ভাজে ভাজে সিলিকা ব্যাগ রেখে দিন। এভাবে দীর্ঘদিন ছবি ভালো থাকবে।
  • গয়না ভালো রাখতে চাইলে গয়নার বাক্সের মধ্যে কয়েকটি সিলিকা ব্যাগ ছড়িয়ে রাখুন।


কাঁচা মরিচ সংরক্ষণের সহজ তিনটি উপায়

.কাঁচা মরিচের ঝাল অনেকের প্রিয়। সকালের পান্তা ভাতে কিংবা গরম-গরম ভাজা মাছে কাঁচা মরিচে দু-চার কামড় দিয়ে ঝালে উহ্‌-আহ্‌ করার মজাই আলাদা। কাঁচা মরিচ ভিটামিনের এক চমৎকার উৎস। রয়েছে নানা পুষ্টিগুণও। আধা কাপ পরিমাণ কুচি কাঁচা মরিচে প্রায় ৮০০ ইউনিটের বেশি ভিটামিন এ রয়েছে। আর ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া ভিটামিন কে রয়েছে এতে। সব ধরনের মরিচেই আছে ক্যাপসেইসিন নামের একটি উপাদান।
এই ক্যাপসেইসিন প্রদাহ ও বাতের ব্যথা কমায়, ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। আমেরিকার ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ বলছে, টাটকা সবুজ কাঁচা মরিচে যে ক্যাপসেইসিন আছে, তা ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে পারে। তাই কাঁচা মরিচে কেবল ঝালই নেই, আছে নানা উপকারও।
গবেষকেরা বলছেন, কাঁচা মরিচের ভিটামিন সি তাপ, অতিরিক্ত আলো ও বাতাসের কারণে একটু একটু করে হারায়। তাই তাজা কাঁচা মরিচ না খেতে পারলে তা ঠান্ডা ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন। এ জন্য বাজার থেকে আনা তাজা কাঁচা মরিচ জিপার ব্যাগে মুখ আটকে ফ্রিজে রাখুন এবং তিন-চার দিনের মধ্যেই শেষ করতে চেষ্টা করুন।
কাঁচা মরিচের দাম হুটহাট করে বেড়ে যায় বলে অনেকেই ভাবেন, কীভাবে তা বেশি দিন সংরক্ষণ করা যায়। কারণ, কাঁচা মরিচ কিনে বাড়িতে এনে ঠিকমতো রাখা হয় না বলে তা পচে গন্ধ হয়। কিন্তু কাঁচা মরিচ সহজে ও কম খরচে সংরক্ষণ করে রাখার কয়েকটি পদ্ধতি আছে।
জিপার লক
পচে যাওয়ার ভয়ে অনেকেই অল্প করে কাঁচা মরিচ কেনেন। যাঁরা এক সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে চান, তাঁরা জিপ লক ব্যাগ ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে বাতাস চলাচল করে না—এমন জিপার লক ব্যাগ দারুণ কার্যকর। তবে এতে মরিচ রাখার আগে অবশ্যই বোঁটা ছাড়িয়ে নিতে হবে। এরপর তা জিপার লক ব্যাগে ভরে রাখতে হবে। এরপর সেই ব্যাগ রেফ্রিজারেটরে রাখতে হবে। সেখান থেকে প্রয়োজনমতো সময়ে বের করে ব্যবহার করতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে কাঁচা মরিচ এক সপ্তাহের বেশি সতেজ থাকে।
বায়ুরোধী পাত্র
কোথাও বেড়াতে যাচ্ছেন? রেফ্রিজারেটরে রাখা মরিচ পচে যাওয়া ঠেকাতে বায়ুরোধী পাত্র ব্যবহার করতে পারেন। বায়ুরোধী পাত্রের মধ্যে দুই স্তরে কিচেন টাওয়েল (কিচেন টাওয়েল কিছুটা পেপার ন্যাপকিনের মতো, যেটি রোল করা অবস্থায় কিনতে পাওয়া যায়) রাখুন। মরিচের বোঁটা ছাড়িয়ে এর ভেতর রাখুন। এর ওপরে আরেক স্তরের কিচেন টাওয়েল রাখুন। এরপর ভালো করে পাত্রের মুখ আটকে দিন। মরিচের আর্দ্রতা শুষে নেবে টাওয়েল। এতে মরিচ দীর্ঘদিন সতেজ থাকবে। এভাবে ২০ থেকে ২৫ দিন মরিচ সংরক্ষণ করা যায়।
অ্যালুমিনিয়াম ফয়েল
কাঁচা মরিচ পচে যাওয়া থেকে রক্ষা করতে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রেফ্রিজারেটরে রাখতে পারেন। একটি প্লেটে কাঁচা মরিচ রাখুন এবং পুরো প্লেট ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজে রাখুন। ছয় থেকে সাত ঘণ্টা রাখার পর তা বের করে এনে হিমায়িত মরিচগুলো বায়ুরোধী কোনো পাত্রে রেখে দিন। ওই পাত্র রেফ্রিজারেটরে রাখুন। এভাবে মরিচ দুই মাস পর্যন্ত সতেজ রাখতে পারবেন।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget