দ্রুত টাইপ শিখুন টাইপিং মাস্টার সফটওয়্যার দিয়ে
আপনি কি এখনো কীবোর্ড দেখে টাইপ করেন? ধীর গতির কাজের জন্য সব সময় পিছনে পড়ে থাকেন? টাইপ স্পীড স্লো তাই অফিসিয়াল কাজ করতে সমস্যা হচ্ছে? দ্রুত টাইপ করা কিংবা কিবোর্ড টাইপিং দ্রুত করার জন্য কিছু অভিনব কৌশল রয়েছে, যেটি আয়ত্ব করলে সহজেই আপনি আপনার টাইপিং গতি বাড়াতে সক্ষম হবেন । তবে দ্রুতটাইপ করতে হলে আপনাকে নিয়মিত টাইপ করতে হবে, অর্থাৎ টাইপিং অনুশীলনের বিকল্প নেই।
দেখে দেখে আপনি যদি এখনো টাইপ করেন তাহলে নিশ্চিত থাকেন আপনার টাইপ স্পীড বেশি হলে ২৫ wpm অর্থাৎ মিনিটে ২৫ টি শব্দ লিখতে পারেন। অথচ আপনি যদি না দেখে টাইপ করা শিখতে পারেন তাহলে অনায়াসেই ৫০ wpm গতিতে টাইপ করতে পারবেন অর্থাত দি্বগুন। ধীরে ধীরে এই গতি আরো বাড়বে। তাহলে শুরু করুন টাইপ বাড়ানোর অনুশীলন।
প্রথমে আগে আপনার টাইপ স্পীড মেপে নিন। অনলাইনে টাইপ স্পীড মাপার জন্য এক মিনিটের এই পরীক্ষা দিতে পারেন।
আপনি খুব সহজেই টাইপিং মাস্টার প্রো (TypingMaster pro) সফটওয়্যার দিয়ে এই কাজটি চালিয়ে যেতে পারেন। কিভাবে বাড়াবে স্পীড? এক নজরে দেখা যাক।
১২টি লেসন থেকে আপনি খুব সহজেই A-Z শিখতে পারবেন। এই সফটওয়্যারটির প্রিমিয়াম সংস্করণের পাশাপাশি বিনামুল্যের সংস্করণ রয়েছে ।
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.