আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয় ?
সকলের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন।একটা টিপস শেয়ার করার জন্য আবারো হাজির হলাম। আপনার কম্পিউটার বন্ধ হতে অনেক সময় নেয়, এই সমস্যায় আমরা অনেকেই পড়েছে । যদি কম্পিউটার বন্ধ হতে একটু বেশি সমই নেই। তাহলে আমার এই ছোট্ট টিপসটি আপনার অনেক কাজে লাগবে। সামান্য একটা কাজ করলে এ সমস্যা থেকে রেহাই পাওয়া পাবেন আশা করি। তো কাজের কথাই আশা যাক।
দ্রুত কম্পিউটার বন্ধ হওয়ার জন্য যা যা করতে হবে :
- প্রথমত আপনার পিসির Run option এ জান এবং টাইপ করে regedit এবং এন্টার প্রেস করুন।
- HKEY_LOCAL_MACHINE > SYSTEM > ContronSet001 > Control > Session Manager > Memory Management > ClearPageAtShutdown এ গিয়ে ভালু ০ (জিরো) করে দিন।
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.