মোবাইল চালু রেখেই ইনকামিং কল এবং SMS বন্ধ রাখুন।
কোন একটা জরুরি মিটিংএ আছেন, সেখানে আপনার মোবাইল রাখার প্রয়োজন থাকতে পারে। জরুরী কোন কল করা, এসএমএস করা, ঘড়ি দেখা, নোট নেওয়া, ইমেইল করা ইত্যাদি। কিন্তু ইনকামিন কল ও এসএমএস খুবই বিরক্তিকর হযে যেতে পারে। আমার আজকের টিপসটির মাধ্যমে আপনাদের দেখাতে চাই, কিভাবে ইনকামিং কল ও এসএমএস বন্ধ করবেন। এটা এখন খুবই সহজ একটা ব্যাপার। সবকিছুই করতে পারবেন টাকা খরচ না করেই।
ইনকামিং কল
- ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন: *35*0000#
- ইনকামিং কল চালু করতে ডায়াল করুন: #35*0000#
ইনকামিং এসএমএস
- এসএমএস বন্ধ রাখতে: *35*0000*16#
- এসএমএস চালু করতে:#35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন একটা পাসওয়ার্ড। অন্য অপারেটরদের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করেজেনে নিতে হবে।
আউটগোয়িং কল
- আউটগোয়িং কল বন্ধ করতে: *33*0000#
- আউটগোয়িং কল চালু করতে: #33*0000#
আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যে কোন সময়।
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.