What to do when your phone falls into the water?


কি করবেন যখন প্রিয় মুঠোফোনটি পানিতে পড়বে?

পানিতে পড়ার পর যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি।
পানি থেকে তোলার সাথে সাথেমুঠোফোনটির পাওয়ার অফ করুন এবং ব্যাটারি টিখুলে ফেলুন।কারণ পাওয়ারঅন করা অবস্থায় কোন কিছুকরা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্টহওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে।
এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন! অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন। চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!
যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে,তাহলে বুঝতে হবে হয়ত দেরী হয়ে গেছে। এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর
সাথে কথা বলতে বলব।

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget