*** সার্ভার কী?
ওয়েব এর ক্ষেত্রে সার্ভার হচ্ছে সেই জায়গা যেখান থেকে ওয়েবপেজ গুলো সার্ভ বা হোস্ট করা হয়ে থাকে। আর লোকাল সার্ভার হচ্ছে এক ধরনের সার্ভার বা লোকাল মেশিনের কাজ করে থাকে। নিজের কম্পিউটারে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে চাইলে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার সেটআপ করে নিতে হয় কম্পিউটারে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূখ্য বিষয়, কীভাবে কম্পিউটারে লোকালহোস্ট বা সার্ভার সেটআপ করতে হবে।*** লোকালহোস্ট সফটওয়্যার।
লোকালহোস্ট এর বেশ কিছু পরিচিতি আছে। যেমনঃ Wamp, Mamp, Lamp।Wamp: Windows Apache MySQL Php.
Mamp: Macintos Apache MySQL Php.
Lamp: Linux Apache MySQL Php.
Xampp: Cross Apache MySQL Php Perl.
Xampp ক্রস প্লার্টফর্ম হওয়ার জন্য আমরা Xampp ই ব্যবহার করবো। কারন শুধুমাত্র Xampp ই একমাত্র লোকাল সার্ভার যা Windows, Mac, Linux যেকনো ধরনের অপারেটিং সিস্টেমেই চলবে। তো চলুন এবার দেখে নিই কীভাবে লোকাল সার্ভার Xampp ইন্সটল এবং সেটআপ করতে হবে।
আপনি সরাসরি https://www.apachefreinds.org/download.html এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন Download Xampp দিয়ে।
এবার প্রশ্ন আসে কোন ভার্সন টি ডাউনলোড করতে হবে। প্রথম টি ই ডাউনলোড করুন কারন এখন অনেক সার্ভার ৫X ই আছে এবং জনপ্রিয় CMS (Content Management System) গুলোও ৫X এ ই আছে।
*** লোকাল সার্ভার ইন্সটল
লোকাল সার্ভার ইন্সটল করা শেষে এবার এটি ইন্সটল দেবার পালা। সাধারন এপ্লিকেশনের মতোই এর ইন্সটলেসন সিস্টেম, কিন্তু মাঝে একটু দেখে নিতে হয়। আমরা লোকালহোস্ট এপ্লিকেসনের ইন্সটলেসনের এর ধাপগুলো ইমেজ আকারে পাশাপাশি ভাবে প্রকাশ করলাম।সদ্য ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করে একটু অপেক্ষা করুন। Xampp লোকাল হোষ্ট Installation শুরু হয়ে যাবে এবং প্রথমে নিচের মতো Setup Xampp নামে একটি উইনডো আসবে আপনার সামনে।
এই ধাপে আপনি চাইলে সরাসরি Next বাটনে ক্লিক করতে পারবেন। তবে যদি মনে হয় যে আপনি কাষ্টমাইজ করে ইন্সটল দিবেন, তাহলে প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কি কি চাচ্ছেন। এখানকার কম্পনেন্ট গুলোর মধ্য থেকে আপনার যে দরকার নেই বলে মুনে করছেন সেগুলোর উপর থেকে আপনি টিক চিহ্নটি উঠিয়ে দিতে পারবেন। এবার Next বাটনে ক্লিক করুন। Installation Folder নামে আর একটি উইনডো আসবে।
তো আমরা অন্য ড্রাইভে ইন্সটল/সেটাআপ দিতে ইন্সটলেশন ফোল্ডার নামে যে উইনডো টি আছে সেটির Search for Folader এর ডান পাশে যে ফোল্ডার এর আইকন টি আছে সেটিতে ক্লিক করে যে ফোল্ডারে ক্লিক দিবেন সেই ফোল্ডার টি চয়েজ করুন। আমি D ড্রাইভে এ সার্ভার নামে একটি ফোল্ডারে সেটআপ দিবো বলে ঠিক করেছি। নিচের ছবিতে দেখুন।
একটু পরে দেখবেন Xampp Control panel ওপেন হয়ে গেছে। না হলে Start থেকে ওপেন করে নিন। এবার Xampp Control Panel এর Module এর নিচে Apache এর ডান পাশে Start বাটনে ক্লিক করুন। এটি অ্যাপাচি কে রান করে দেবে এবং প্রথমবার এটির জন্য উইনডোস ফায়ারওয়ালে এপাচির এক্সেস দিতে হবে। আপনার সামনে পপআপ উইনডো টি আসলে Allow Access এ ক্লিক করুন।
interface of your xampp
*** Apache রান না হলে কী করনীয়।
অনেক সময় দেখা যায় যে সবকিছু ঠিকভাবে ইন্সটল দেওয়ার পরেও Apache কোনভাবেই রান হচ্ছে না। সেক্ষেত্রে আগে দেখে নিন যে আপনার কম্পিউটারে Skype ইন্সটল আছে কিনা। আসলে Skype এবং Apache দুটোই একই পোর্ট ব্যবহার করে। আর তাই আগে থেকেই Skype ইন্সটল থাকলে ঝামেলাটি করে। তো চলুন দেক্লহে নেওয়া যাক যে কীভাবে Skype এর পোর্ট চেঞ্জ করা যায়।প্রথমে Skype এপ্লিকেশন টি ওপেন করুন, তারপরে Tools থেকে Option এ ক্লিক করুন, কীবোর্ড শর্টকার্ট কমান্ড হলো ctrl+,
এবার Save করে আপনার কম্পিউটার টি Re-Start দিন। তারপরে আপনার কম্পিউটার টি পুনরায় চালু হবার পরে Xampp ওপেন করে Apace রান করুন। আশা করি এবার আপনার Apache ঠিকভাবে কাজ করবে।
ধন্যবাদ।
আমাদের এই ছোট্ট লেখাগুলো আপনার পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার আমাদের নতুন নতুন সব পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন আরো ভালো কিছুর আশাতে।
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.