কিভাবে Camtasia Studio 9 ফুল ভার্সন ডাউনলোড ও সেটআপ করবেন? (How to Download & Setup Camtasia Studio 9)

আশা করি সবাই ভালো আছেন ,  আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে Camtasia Studio 9 ফুল ভার্সন ডাউনলোড ও সেটআপ করবেন ?  আমরা অনেকেই জানি এই সফটওয়্যার কাজ কি এবং এটি কেন ব্যবহার করি তবুও আমি একটু বলে দেয় ।


Camtasia Studio: Camtasia Studio একটি ভিডিও ইডিটিং ও স্ক্রিন রেকর্ডার  সফটওয়্যার যেটি দিয়ে অনেক ইউটিউবার রা তাদের ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য ব্যবহার করে থাকে । কারণ হলো এই সফটওয়্যার টি দিয়ে খুব সহজে রেকর্ড করা ভিডিও সহজে ইডিট করার যায় । Camatasia Studio 9 ইন্সটল করলে এর সাথে থাকা একটি Screen Recoder ও ইন্সটল হয়ে যায় । কিন্তু এখানে সমস্যা টি হলো  Camtasia Studio 9 হলো একটি পেইড সফটওয়্যার যার কারণে আমরা এটির ট্রায়াল ভার্সন ব্যবহার করি ।
কিন্তু ট্রায়াল ভার্সনে সব সুবিধা গুলো পাই না এবং কিছু দিন পর তা আর ব্যবহার করা যায় তো আজ দেখাব কিভাবে Camtasia Studio 9 ফুল ভার্সন ডাউনলোড ও সেটআপ করবেন ।

Camtasia Studio 9 Download :

Name:  Camtasia Studio
Size: 488 MB
Version:  2018 ( Camtasia Studio 9 )
Download Link:  Click here to download 
Activation Link:  Click here to download

যেভাবে Camtasia Studio 9 ইন্সটল দিবেনঃ

১।  সফটওয়্যার টি ডাউনলোড হওয়ার পর  ডাবল ক্লিক করে ওপেন করুন ।
২।  প্রত্যেক ধাপ পার করে ইন্সটল করে নিন ।






৩। ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন তার পর কিছুক্ষণ অপেক্ষা করুন ।


এখানে দেখুন সফটওয়্যার টি ওপেন হওয়ার পর Trial Version দেখাচ্ছে এটি আমাদের ফুল ভার্সন করতে হবে ।



Camtasia Studio Full Version: 

এখন আপনাদের দেখাব কিভাবে Camtasia Studio টি ফুল ভার্সন করবেন এর জন্য নিচের পদক্ষেপ গুলো ভালো করে ফলো করুন।
১।  প্রথমে যে Activation File দিয়েছি ঐটা Unzip করুন ।
২।  তারপর ফোল্ডারের ভেতর দেখুন একটু ফাইল আছে ঐটা কপি করুন  ।



৩। এখন আপনাকে উন্ডোজ এর Hidden File গুলো Show করাতে হবে এই যে জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন ।


যাদের উন্ডোজ সেভেন তারা hidden File show করাতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন ।
  1. Select the Start button, then select Control Panel > Appearance and Personalization.
  2. Select Folder Options, then select the View tab.
  3. Under Advanced settings, select Show hidden files, folders, and drives, and then select Ok.
৪। এখান C:\ProgramData\TechSmith\Camtasia Studio 18 একে একে এই ডিরেক্টরি তে যান । তারপর কপি করা ফাইল টি এখানে পেস্ট করে রিপ্লেস দিন ।



৫। সকল ধাপ সম্পন্ন হয়েছে এখন Camtasia Studio তে ঢুকে দেখুন কোন Trial এর মেসেজ দিবে না ফুল ভার্সন হয়ে গিয়েছে।



আশা করি পোস্ট টি ভালো লেগেছে , যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন আর যদি কোন সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন ।

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget